বুধবার আমেদাবাদে নতুন করে সংস্কার হওয়া বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা স্টেডিয়াম (motera stadium) এর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হাতে উদ্বোধন করা হলো। এই মোতেরা স্টেডিয়ামের নাম প্রথমে সরদার বল্লভ ভাই প্যাটেল এর নামে করা হলেও বুধবার এর নাম পরিবর্তন করে নাম রাখা হয় নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium)। প্রধানমন্ত্রীর নামে এই স্টেডিয়ামের নামকরণ করার পর থেকে বিতর্ক শুরু হয়ে যায়।
স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath kovind) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে বলেন, যখন নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি বলতেন গুজরাটিদের ভারতীয় সেনা ও খেলা এই দুটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর তিনি অমিত শাহ এর অনুরোধে Gujarat cricket association এ দায়িত্বভার গ্রহণ করেন। এবং নরেন্দ্র মোদী চেয়ে ছিলেন এই গুজরাটে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি হোক। তাই এই স্টেডিয়ামের নামকরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে (Narendra Modi Stadium) করা হয়েছে।
অন্যদিকে এই নামকরণ নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়।বিরোধীপক্ষ এটিকে সরদার বল্লভ ভাই প্যাটেলের অপমান হিসেবে দেখছে।তাদের কথায় বিজেপি সরদার বল্লভ ভাই প্যাটেলকে চরম অপমানিত করল। এছাড়াও এই স্টেডিয়ামের দুটি স্ট্যান্ড এর একটি রিলায়েন্স ও অন্যটি আদানির নামে করাতেও বিতর্ক শুরু হয়।
This officially proves that @narendramodi is a narcissist. Just waiting for bhakts to justify this. Ohh.. it's already started. https://t.co/JdkNC7nMPm
— Masala Dosa (@ABDbilliards) February 24, 2021
Just In : RSS – BJP Government insults Sardar Vallabhbhai Patel once again.
Motera Stadium in Ahmedabad renamed from Sardar Vallabhbhai Patel stadium to Narendra Modi Stadium. Sardar Patel had banned RSS in 1948.
— Anshuman Sail (@AnshumanSail) February 24, 2021