Skip to content

দেখুন ভারতের শীর্ষ ১০ জন শক্তিশালী ব্যক্তিদের তালিকা, ১ নম্বর রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

ভারতের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি বলতে আপনি কাদের গণ্য করেন? নেতা মন্ত্রীদের নাকি ধনীতম শিল্পপতিদের? জানেন কি ভারতের অধিকাংশ ক্ষমতা কাদের হাতে সবচেয়ে বেশি থাকে? যদি আপনার মনেও এরকম প্রশ্ন আসে তবে জানিয়ে রাখি এই নিয়ে সদ্যই একটি সার্ভে করা হয়েছিল এবং সেখান থেকে এই বিষয়টি তালিকা প্রকাশ পেয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা ভারতের ১০ জন ক্ষমতাধর ব্যক্তির কথা জেনে নেব।

১) নরেন্দ্র মোদী (Narendra Modi)

Narendra Modi

ভারতীয় ক্ষমতাশীল ব্যক্তিদের তালিকায় প্রথমেই যার নাম রয়েছে তিনি হলেন নব ভারতের নির্মাতা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জনপ্রিয়তার সাথে সাথে ক্ষমতার দিক থেকেও তার স্থান ১ নম্বরে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতাও নরেন্দ্র মোদী।

২) অমিত শাহ (Amit Shah) :

Amit Shah

ক্ষমতার নিরিখে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা ভারতীয় অর্থনীতির অন্যতম মুখ্য মাথা অমিত শাহ (Amit Shah)। তিনি বিজেপির সেকেন্ড ইন কমান্ড হওয়ার সাথে সাথে একজন চূড়ান্ত বুদ্ধিমত্তা সম্পূর্ণ রাজনীতিবিদ। গত বছরেও এই তালিকায় তিনি দ্বিতীয় স্থানে এবং আজও তাই। তার বুদ্ধির সাথে চাণক্যের তুলনা করা হয়।

৩) এস জয়শঙ্করের (S Jaishankar) :

S Jaishankar

সারা বিশ্বের কাছে ভারতের চিত্রটি আর উন্নতভাবে তুলে ধরার জন্য অন্যান্য গুণীমানী ব্যক্তিদের পাশাপাশি এই বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar)।  তার ক্ষমতার মাত্রা এত বেড়েছে যে বর্তমানে তিনি বিরাট বিরাট শক্তির সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারেন। সারা বিশ্বেই এখন তার জনপ্রিয়তা তুঙ্গে। এই ক্ষমতার নিরিখের তালিকায় গতবার তার স্থান ছিল ১৫। তবে এবার সেই জায়গায় তিনি ৩ নম্বর স্থানে।

৪) ডি ওয়াই চন্দ্রচুড় (DY Chandrachud) :

DY Chandrachud

আশা করি সারা বিশ্ব তাকে এখন এক ডাকে চেনেন। এই ক্ষমতাশীল তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় (DY Chandrachud)। বর্তমানে এই ব্যক্তির ক্ষমতার পরিমাণ আকাশ ছোঁয়া।

৫) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) :

Yogi Adityanath

আশা করি প্রত্যেকেই ৫০ বছর বয়সী উদীয়মান নেতা যোগী আদিত্যনাথ’কে (Yogi Adityanath) সকলেই চেনেন। গতবছরের তালিকায় ক্ষমতাশীল এই ব্যক্তির স্থান ছিল ৬ নম্বরে। বর্তমানে তার স্থান ৫-এ।

৬) মোহন ভগবত (Mohan Bhagwat) :

Mohan Bhagwat

এই তালিকার ষষ্ঠ স্থানে উপস্থিত রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত (Mohon Bhagat)।  গতবারও তিনি এই স্থানেই ছিলেন। মনে করা হয় আলপটকা মন্তব্য করার কারণে তার ক্ষমতা অনেকটাই হ্রাস  পেয়েছে।

৭) জে পি নাড্ডা (JP Nadda) :

JP Nadda

জে পি নাড্ডা হলেন বিজেপির জাতীয় সভাপতি, যার নাম জনপ্রিয়তা এবং ক্ষমতার নিরিখে গতবারের তুলনায় একেবারে চার ধাপ নীচে নেমে গেছে। অনুমান করা যায় তার নিজের এলাকায় বিজেপি ব্যর্থ হয়েছে বলেই তার ক্ষমতা চূড়ান্ত হ্রাস পেয়েছে।

৮) নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) :

Nirmala Sitharaman

এই তালিকার অষ্টম স্থানে রয়েছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তার মতন শক্তিশালী ব্যক্তিত্ব হয়তো খুব কম মানুষেরই হয়। ৬৩ বছর বয়সেই নারীর গতবছরের স্থান ছিল ১০, কিন্তু বর্তমানে তিনি দুই পা এগিয়ে অষ্টম স্থানে রয়েছেন।

৯) মুকেশ আম্বানি (Mukesh Ambani) :

Mukesh Ambani

এই তালিকার নবম স্থানে রয়েছেন বিশ্বের ধনকুবের তথা ধনীতম শিল্পপতিদের মধ্যে অন্যতম ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ২০২২ সালে তার এই তালিকায় স্থান ছিল ৫ নম্বরে, তবে এখন তার স্থান পিছিয়ে গেছে।

১০) অজিত ডোভাল (Ajit Doval) :

Ajit Doval

এই ক্ষমতাশীল ব্যক্তিদের তালিকায় একদম শেষ দশম স্থানে রয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে (Ajit Doval)। গতবছর এই তালিকায় তিনি ৮ম স্থানে ছিলেন। তবে বর্তমানে তার স্থান দুধ-ধাপ পিছিয়ে গেছে।

Share