আগের তুলনায় টেলিকম সেক্টরে প্রতিযোগিতা কতখানি বৃদ্ধি পেয়েছে, তা জিও আসার পর হাড়ে হাড়ে টের পেয়েছে দেশের মানুষ সহ একাধিক টেলিকম সংস্থা। বর্তমান দিনে সকল টেলিকম সংস্থায় গ্রাহকদেরকে নিজের দিকে টানার জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে আসতে দেখা যায়। তবে আবারও মধ্যবিত্তদের চাপ বাড়তে চলেছে কারণ 22 শে নভেম্বর সকালেই এয়ারটেল সংস্থার তরফ থেকে এবং আজ অর্থাৎ ২৩ শে নভেম্বর Vi (Vodafone Idea) তরফ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের যে প্ল্যান গুলি রয়েছে সেই প্ল্যান গুলির দাম আবারও বাড়তে চলেছে।
শুধু তাই নয়, এই যে প্ল্যান গুলির দাম বাড়তে চলেছে সেটি লাগু হতে চলেছে চলতি মাসের নভেম্বরের ২৬ তারিখ এবং Vi এর ২৫ তারিখ থেকেই…. তাই বলা যেতে পারে আবারো বাড়তে চলেছে মধ্যবিত্তদের চাপ! কারণ এক ধাক্কায় আবার বাড়তে চলেছে ২০ থেকে ২৫ শতাংশ রিচার্জ প্ল্যান এর দাম। আর একথা বললে ভুল হবে না যে একবার যদি রিচার্জ প্ল্যান এর দাম বাড়ানো হয় Airtel ও Vi (Vodafone Idea) সংস্থার তরফ থেকে তাহলে Jio পিছুপা হবে না তাদের রিচার্জ প্ল্যান এর দাম গুলি বাড়ানোর থেকে।
Vi রিচার্জ প্ল্যান ৭৯ টাকার ভয়েস প্ল্যান এর মূল্য হয়েছে ৯৯ টাকা এবং এই মূল্যে টকটাইম পাওয়া যাবে ৫০ শতাংশ বেশি। এছাড়া এই রিচার্জ প্লানে এ থাকবে ২০০ এমবি ডাটা আর ভয়েস কলের জন্য থাকবে ১পয়সা/সেকেন্ড। বাকি প্ল্যান গুলির দাম কত করে বাড়ানো হয়েছে সমস্ত কিছু নীচের চার্টে দেওয়া হলো-
Airtel রিচার্জ এর নতুন দাম কত হয়েছে দেখে নিন এই চার্টে –
Vi কোম্পানি তার বিজনেস প্ল্যান-এ বরাবরই, “প্রতি গ্রাহকের মোবাইলের গড় আয় (Average Revenue Per User বা ARPU) ২০০ টাকা এবং শেষ পর্যন্ত ৩০০ টাকা হওয়া উচিত। যাতে মূলধনের উপর যুক্তিসঙ্গত রিটার্ন প্রদান করা যায়। যা একটি আর্থিকভাবে সঠিক ব্যবসায়িক মডেলের জন্য উপযুক্ত হয়।”
এই টেলিকম কম্পানি “ আমরা এও বিশ্বাস করি যে ARPU- এর এই স্তর নেটওয়ার্ক এবং স্পেকট্রামে প্রয়োজনীয় যথেষ্ট বিনিয়োগকে সক্ষম করবে। আরও গুরুত্বপূর্ণ, এটি Vi ভারতে স্বাধীন ভাবে ৫G নেটওয়ার্কের সুবিধা প্রদান করার জন্য যথেষ্ট হবে। “অতএব, প্রথম পদক্ষেপ হিসাবে, আমরা নভেম্বর মাসে আমাদের শুল্ক পুনঃভারসাম্য করার জন্য এই নয়া শুল্ক গুলি লাগু করা হচ্ছে। অর্থাৎ, নীচে নির্দেশিত আমাদের নতুন শুল্কগুলি ২৫ নভেম্বর, ২০২১থেকে কার্যকর হবে।”
কোম্পানি তার বর্ধিত শুল্ক প্রয়োগ করছে এটি দেখার জন্য যে, আগামী ফাইভ জি নেটওয়ার্কের জন্য কিভাবে মুনাফা অর্জন করবে। আগামীতে এই ফাইভ-জি নেটওয়ার্ক এর জন্য জিও মত অন্যান্য টেলিসংস্থাগুলিও শীঘ্রই তাদের রির্চাজ মূল্য বৃদ্ধি করবে।