Skip to content

দুঃসংবাদ! Airtel ও VI এর পর এবার বাড়তে চলেছে Jio সমস্ত রিচার্জ প্ল্যানের দাম, নতুন প্ল্যানের দাম জানতে

নভেম্বর মাস প্রত্যেক মোবাইল সংস্থা তাদের রিচার্জ প্ল্যান এমনভাবে বাড়িয়ে দিয়েছে, যা দেখে রীতিমতো মাথায় হাত পরে গেছে সাধারণ মানুষের। আপনার এবং আমার মত সাধারণ মানুষ যারা প্রতি মাসে ন্যূনতম রিচার্জ করে থাকেন শুধুমাত্র কথা বলার জন্য, তাদেরও অর্থের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে ফলে বহু অংশে বয়স্কদের ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এয়ারটেল এবং ভোডাফোনের পর এই পদক্ষেপ নিতে চলেছে জিও (Jio)। আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে রিচার্জের নতুন মূল্য।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, জিও (Jio) রিচার্জ এর মূল্য কতটা বৃদ্ধি হল-

৭৫ টাকার ন্যূনতম রিচার্জ এর দাম বেড়ে দাঁড়িয়েছে ৯১ টাকাতে, আপনি বৈধতা পাবেন ২৮ দিন এবং এর সাথে পাবেন ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ৫০ টি এসএমএস করার সুযোগ সুবিধা।

১২৯ টাকা রিচার্জ প্ল্যান বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ টাকায়। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এর সাথে আপনি পেয়ে যাবেন ২ জিবি ডাটা, ৩০০ টি এসএমএস করার সুযোগ এবং আনলিমিটেড ভয়েস কল।

১৪৯ টাকা রিচার্জ এর দাম বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ টাকা। বৈধতা থাকবে ২৪ দিন, প্রতিদিন ১ জিবি ডাটা সঙ্গে ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল পাবেন আপনি।

১৯৯ টাকা রিচার্জ বেড়ে দাঁড়িয়েছে ২২৯ টাকা। আপনি পেয়ে যাবেন ২৮ দিনে ২ জিবি ডাটা, আনলিমিটেড ভয়েস এবং ১০০ টি এস এম এস রোড।

৩৯৯ টাকা রিচার্জ এর প্ল্যান বেড়ে দাঁড়িয়েছে ৪৭৯ টাকায়। এর মধ্যে আপনি পেয়ে যাবেন ১.৫ জিবি করে ডেটা রোজ, আনলিমিটেড ভয়েস এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস, বৈধতা থাকবে ৫৬ দিন

৪৪৪ টাকার রিচার্জ বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩ টাকায়, বৈধতা থাকবে ৫৬ দিন। প্রতিদিন পেয়ে যাবেন ১.৫ জিবি ডাটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি এসএমএস প্রতিদিন।

৩২৯ টাকার রিচার্জ দাঁড়িয়েছে ৩৯৫ টাকাতে। আপনি পেয়ে যাবেন এই রিচার্জ থাকবে ৮৪ দিনে। আপনি পেয়ে যাবেন ১০০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল এবং সঙ্গে ৬ জিবি ডাটা।

৫৫৫ টাকা রিচার্জ বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬ টাকায়। আপনি এই বৈধতা পাবেন ৮৪ দিন। সঙ্গে পেয়ে যাবেন দেড় জিবি ডাটা আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস করার সুযোগ সুবিধা।

৫৯৯ টাকা রিচার্জে আপনি পেয়ে যাবেন ৭১৯ টাকায়, বৈধতা পাবেন ২৮ দিন, সঙ্গে পেয়ে যাবেন প্রত্যেকদিন ২ জিবি করে ডাটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রত্যেকদিন ১০০ টা এসএমএস করার সুযোগ সুবিধা।

Jio new recharge plans rate chart

১২৯৯ টাকার রিচার্জ পেয়ে যাবেন ১৫৯৯ থাকায়। বলতে থাকবে ৩৩৬ দিন। পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল। ৩৬০০ টি এসএমএস করার সুযোগ সুবিধা এবং ২৪ জিবি ডাটা।

২৩৯৯ টাকা রিচার্জ করে দাঁড়িয়েছে ২৮৮০টাকা। পুরো এক বছরের জন্য আপনি পেয়ে যাবেন এই রিচার্জ। সঙ্গে থাকবে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০ টি এসএমএস করার সুযোগ সুবিধা এবং প্রত্যেকদিন ২ জিবি করে ডেটা।

Share