Skip to content

ISRO তৈরি করছে ‘গুগল ম্যাপের’ মতোই দেশীয় ম্যাপিং পোর্টাল

আমরা বর্তমান দিনে কারো সাহায্য ছাড়াই এক জায়গা থেকে অন্য কোন অজানা জায়গায় খুব সহজেই গুগল ম্যাপ(Google Map) ব্যবহার করে চলে যেতে পারে। গুগল ম্যাপের নানা ফিচারস আমাদের নানাভাবে সাহায্য করে ফলে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে অসুবিধা হয় না।
কিন্তু এবার থেকে আর আমাদের গুগল ম্যাপের উপর নির্ভর করতে হবে না। কারণ এবার সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ও দেশীয় প্রচেষ্টায় তৈরি হতে চলেছে এক নতুন ম্যাপ পরিষেবা। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ISRO এবং MapmyIndia একটি সম্পূর্ণ দেশীয় পোর্টাল তৈরি করতে হাত মিলিয়েছে।

 

 

ISRO ও MapmyIndia এর যুগ্ম প্রয়াসে উপগ্রহ চিত্র ও পৃথিবীর পর্যবেক্ষণের ডেটার ক্যাটালগের সংমিশ্রণে তৈরি হতে চলেছে। MapmyIndia এর CEO রোহন ভার্মা এই বিষয়টিকে আত্মনির্ভর ভারতের যাত্রার যুগান্তকারী মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

এই প্রযুক্তি ব্যবহারের ফলে ভারত ও ভারতবাসীকে মানচিত্র ,নেভিগেশন ও ভূসংস্থানিক ক্ষেত্রে আর বিদেশী সংস্থার উপর নির্ভর হতে হবে না।

 

ISRO

 

রোহান ভার্মা জানান যে মানচিত্র এবং ভূসংস্থানিক পরিষেবার জন্য এইচএসসি ও পরিষেবায় ভারতীয়রা অত্যন্ত সুবিধা পাবে। MapmyIndia হল একটি বিশ্বস্ত ,দায়িত্বশীল, ভারতীয় সংস্থা এবং মানচিত্র ও নেভিগেশন সিস্টেম এর ভূমিকা হতে চলেছে অপরিসীম।

Share