Skip to content

দিন দিন কমছে মোদির জনপ্রিয়তা, এক লাফে বাড়ল এই কংগ্রেস নেতার জনপ্রিয়তা

loksabha election 2024 survey predicted narendra modi popularity down and rahul gandhi popularity up

সকল রাজনৈতিক দলই এখন ঈগলের চোখের মতো তাকিয়ে রয়েছে আসন্ন ২০২৪ এর লোকসভার ভোটের দিকে বা নির্বাচনের দিকে। প্রধানমন্ত্রীর গদিতে পরপর দুবার পরিধান করে রয়েছে নরেন্দ্র মোদি (Narendra Modi) সুতরাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জনপ্রিয়তার খাতিরে টেক্কা দেওয়া মুখের কথা নয়। জনপ্রিয় এক সংস্থা সিএসডিএস তাদের সমীক্ষা অনুযায়ী দেখা গিয়েছে সারা ভারতবর্ষে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। অর্থাৎ প্রধানমন্ত্রী সর্বদা এক নাম্বারেই বিরাজমান। তবে সেক্ষেত্রে নরেন্দ্র মোদির পাশাপাশি রাহুল গান্ধীর (Rahul Gandhi) ও এক বিশেষ জায়গা রয়েছে এমনটাই জানা যাচ্ছে।

Narendra Modi

বর্তমানে রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তার নিরিখে সমীক্ষায় দেখা গিয়েছে পূর্বের তুলনায় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর (Rahul Gandhi) জনপ্রিয়তা গ্ৰাফও তুলনামূলকভাবে বেশ বৃদ্ধির দিকেই রয়েছে। বর্তমান সমীক্ষায় দেখা যাচ্ছে, রাহুল গান্ধী সমর্থনের সংখ্যা বেড়ে ২৭ শতাংশ হয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে সমীক্ষায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সমর্থনের সংখ্যা ৪৪ শতাংশ সেখান থেকে ২০২৩ সালে নরেন্দ্র মোদির (Narendra Modi) সমর্থনের সংখ্যা ১ শতাংশ হ্রাস পেয়েছে।

আরও পড়ুন: জিৎ, প্রসেনজিৎ নাকি দেব এই ৩ টলিউড সুপারস্টারের মধ্যে কে সবচেয়ে ধনী?

তবে এই সকল সমীক্ষার ওপর ভরসা করে বলাই যায় প্রধানমন্ত্রী হিসেবে দেশবাসী এখনো নরেন্দ্র মোদিকেই (Narendra Modi) এগিয়ে রেখেছেন। সমগ্র ভারতবর্ষের মধ্যে ৩৯ শতাংশ মানুষ জানিয়েছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে তারা সকলেই প্রধানমন্ত্রী পদে মোদিকেই নির্বাচিত করবেন। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির (Bhartiya Janata Party) কাছে কংগ্রেস দল এখনো বেশ খানিকটাই পিছিয়ে রয়েছে। সম্প্রতি কর্ণাটক বিধানসভায় ভোট নির্বাচনে বিজেপির হেরে যাওয়ার পরেও প্রধানমন্ত্রীর লোকপ্রিয়তায় কোনরূপ ঘাটতির দেখা মেলেনি। বরং ২০২৩ সালে বিজেপির ভোটের সংখ্যায় ২০১৯ এর তুলনায় বৃদ্ধি ঘটেছে।

Rahul Gandhi

আরও পড়ুন: সারা জীবন হাসিয়েছেন অপরকে, জনি লিভারের ব্যক্তিগত জীবন শুনলে চোখে আসবে জল

বর্তমানে বিভিন্ন সমীকরণে বিজেপি বিপুলভাবে এগিয়ে থাকলেও, এই সমীক্ষা এনডিএ (NDA) বা বিরোধী জোটের দ্বারা গঠিত নয়। সুতরাং ভোটের সময় এই সংখ্যার পরিবর্তন ঘটতেই পারে কারণবশত দেখা যাচ্ছে ভোটের আগে বা নির্বাচনের আগে নতুন জোট তৈরি করা হয়েছে। গত লোকসভা নির্বাচন অর্থাৎ 2019 সালের পরে ভারতে রাজনৈতিক বহু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। ২০১৯ এর পরে বিরোধী দলের মধ্যে এসেছে নানা রকম পরিবর্তন জোটের পরিমাণ বা সংখ্যা বেড়েছে। নিতিশ কুমারের জে ডি ইউ (JDU), শিরোমনি আঁকালি দল ও শিবসেনার ঠাকুরের দলের মতো মিত্ররা দল ছেড়ে সরে এসেছে।

উল্লেখ্য যোগ্য বিষয় হলো বর্তমান সময়ে দাঁড়িয়ে বিজেপির জন্য এটি অত্যন্ত অপ্রিয়কর একটি ঘটনা কংগ্রেসের সমর্থন বৃদ্ধি বা ভোট বৃদ্ধি। এই সমীকরণে বিজেপি সমর্থন সংখ্যা ৩৯ শতাংশ করতে পেরেছে। সে ক্ষেত্রে কংগ্রেস কিছুটা পিছিয়ে। প্রায় ২৯ শতাংশের কাছাকাছি। তবে ২০১৯ এর পরে ২০২৩ এর সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের ভোট সংখ্যা বেড়েছে প্রায় ৯.৩% সেখানে বিজেপির ভোট সংখ্যা বেড়েছে মাত্র ১.৩%।

Share