Skip to content

আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলার একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, তালিকায় রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

কলকাতা, হাওড়া সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে এদিন সকাল থেকে রোদ ঝলমল আকাশ থাকার ইঙ্গিত রয়েছে। কিন্তু বাতাসে জলীয়বাষ্প বৃদ্ধির কারণে ভ্যাপসা গরম থাকার আশঙ্কা দেন আবহাওয়া দফতর। ২৩ জুলাই বঙ্গোপসাগরে মে নিম্নচাপ সৃষ্টি হবে, এর প্রভাবে ২২ জুলাই থেকে পূর্ব ভারত ও মধ্য ভারত সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি:

আবহাওয়া দফতর জানিয়েছেন, ২৩শে জুলাই অর্থাৎ শুক্রবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সন্নিহিত এলাকায় এক নিম্নচাপের সৃষ্টি হবে। যার প্রভাবে ২২শে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব উপকূল এবং তার সন্নিহিত মধ্যভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হতে পারে।

আবহাওয়া

আবহাওয়া

কলকাতায় অংশত মেঘলা আকাশ:

আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টার সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ অংশত মেঘলা থাকার কথা জানিয়েছেন। শহর ও আশেপাশের কোন না কোন এলাকায় বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হবে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস:

২০ জুলাই মঙ্গলবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২১ জুলাই বুধবার সকাল থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কালিংপং এর কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং মালদহ ও দক্ষিণ দিনাজপুরের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে। ২২শে জুলাই বৃহস্পতিবার সকালবেলায় কোচবিহার ও জলপাইগুড়ির জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস আছে।

আবহাওয়া

দক্ষিণবঙ্গের দুটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস:

২০ জুলাই মঙ্গলবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে ২২-২৩ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার সকালে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা বলেছেন। এছাড়া বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়েছেন।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

ব্যারাকপুর ২৭.২° (২৬°)
পানাগড় ২৬.৬ (২৫.৩)
পুরুলিয়া ২৫.১ (২৪.১)
শিলিগুড়ি ২৫.৩ (২৪.৯)
শ্রীনিকেতন ২৫.৮ (২৪)
বহরমপুর ২৪ (২৪.৬)
বর্ধমান ২৫.২ (২৪)
আসানসােল ২৫ (২৪.১)
বালুরঘাট ২৭.৪ (২৭.২)
বাঁকুড়া ২৫.৭ (২৫.২)
ক্যানিং ২৭.৬ (২৪.৪)
কোচবিহার ২৫.৬ (২৬.১)
দার্জিলিং ১৬.৬ (১৬.৬)
দিঘা ২৮.৫ (২৮.৫)
কলকাতা ২৯ (২৮.৯)
মালদহ ২৮.৪ (২৬.৩)

Share