বর্তমানে দেশের সর্ববৃহৎ ও সুরক্ষিত জীবন বীমা সংস্থা হল Life insurance corporation of India (LIC)। আপনি যদি LIC তে কোন পলিসি নিয়ে থাকেন তাহলে খবর টি আপনার জন্য। সম্প্রতি LIC টুইট করে একটি গুরুত্বপূর্ণ বার্তা তাদের পলিসি হোল্ডারদের উদ্দেশ্যে দিয়েছে। যেসব গ্রাহকরা LIC পলিসি নিয়েছেন ওয়াতের পলিসি সাথে প্যান কার্ড (PAN card )লিঙ্ক করতে হবে। সম্প্রতি আধার প্যান লিংক এর সময়সীমা 30 সেপ্টেম্বর 2021 করা হয়েছে।
এদিকে LIC পলিসি তে প্যান কার্ড লিঙ্ক করতে বলা হচ্ছে। অর্থাৎ আপনি যদি এলআইসি তে কোন পলিসি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। আপনি খুব সহজেই বাড়িতে বসে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন।
কিভাবে বাড়িতে বসে LIC policy এর সাথে প্যান কার্ড লিঙ্ক করবেন?
- প্রথমে আপনি এলআইসি (LIC) এর অফিশিয়াল ওয়েবসাইটে যান। সেখানে পলিসি লিস্ট এর সঙ্গে প্যান কার্ডের তথ্য দিন।
- তারপর মোবাইল নম্বর রেজিস্টার করুন। রেজিস্টার করা মোবাইল নম্বরে এলআইসি এর তরফ থেকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) দেওয়া হবে সেটি ইনপুট করুন।
- এটি করা হলেই আপনার প্যান কার্ড লিঙ্ক হয়ে যাবে।
পলিসি স্ট্যাটাস চেক করার পদ্ধতি।
প্রথমে এলআইসি এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.licindia.in/ এ যান। তারপর স্ট্যাটাস জানার জন্য রেজিস্টার করুন। রেজিস্টার করার জন্য নাম ,জন্ম তারিখ , পলিসি নম্বর দিন। রেজিস্টার করার জন্য কোন চার্জ দিতে হয় না। একবার রেজিস্টার করা হয়ে গেলে আপনি বারবার যেকোনো সময় পলিসি স্ট্যাটাস চেক করতে পারবেন।
এছাড়া পলিসি সম্পর্কে কোন তথ্য জানতে হলে 022 6827 6827 নম্বরে কল করুন। অথবা SMS করুন LICHELP<policy no> আর পাঠিয়ে দিন 9222492224 নম্বরে।
SMS এর মাধ্যমে পলিসি স্ট্যাটাস জানার পদ্ধতি।
SMS এর মাধ্যমে পলিসি প্রেমিয়াম স্ট্যাটাস জানার জন্য ASKLIC PREMIUM লিখে 56677 নম্বরে পাঠিয়ে দিন। এবং আপনার কোন কারনে যদি পলিসি ল্যাপস হয়ে গিয়ে থাকে ASKLIC REVIVAL লিখে 56677 নম্বরে পাঠিয়ে দিন।