Skip to content

LIC-র এই পলিসিতে মাত্র ১৫০ টাকার বিনিময়ে পাওয়া যাবে ১৯ লক্ষ টাকা

বর্তমান দিনে জীবন বীমা (Life insurance) করা প্রতিটি মানুষের অত্যন্ত জরুরী। জীবন বীমা করার সবচেয়ে বিশ্বাসযোগ্য ও সুরক্ষিত সংস্থা হল LIC (Life insurance Corporation of India)। এলআইসি গ্রাহকদের জন্য নানা সময় আকর্ষণীয় পলিসি নিয়ে আসে। কি এই পলিসি আসুন জেনে নেওয়া যাক।

 

LIC

 

সকল পিতা-মাতা তার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান। এ কথা মাথায় রেখে এলআইসি (LIC) নিয়ে এল এক নতুন পলিসি। এই পলিসিটি মূলত সন্তানের ভবিষ্যতে পড়ালেখা, বিয়ে ও অন্যান্য খরচের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। পরিস্থিতির নাম রাখা হয়েছে LIC New Children’s Money Back plan.

•এই পলিসি নেওয়ার ন্যূনতম বয়স 0 বছর।
•এই পলিসি নেওয়ার সর্বোচ্চ বয়সের সময়সীমা রাখা হয়েছে 12 বছর।
•পলিসি অর্থাৎ বীমা করার জন্য ন্যূনতম 10 হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উর্ধ্বসীমা রাখা হয়নি।
•এলআইসি এর এই পলিসি টি মূলত 25 বছরের জন্য করা হয়।

 

LIC

 

•এলআইসির (LIC)পলিসি অনুযায়ী এই পলিসি গ্রহণকারী (policyholder) এর 18 বছর, 20 বছর, ও 22 বছর হওয়ার সময় Basic Sum Insured এর 20% টাকা এলআইসি (LIC) সংস্থা এর তরফ থেকে দেওয়া হবে। পলিসি হোল্ডার কে 25 বছর পূরণ হওয়ার সময় বাকি 40% টাকা দেওয়া হবে। অর্থাৎ সর্বমোট 60% টাকা+বোনাস পলিসি হোল্ডারের 25 বছর পূরণ হওয়ার সময় ই দেওয়া হবে এবং বাকি 40% টাকা+বোনাস পলিসি হোল্ডারের পলিসি ম্যাচিউরিটি হওয়ার সময় দেওয়া হবে।

Share