এখন প্রায় প্রতিটি পরিবারেই রান্নার গ্যাস সিলিন্ডার (gas cylinder) আছে। এই রান্নার গ্যাস ব্যবহার করা সাথে সাথে সাবধানতা অবলম্বন করা খুবই জরুরী। কারণ আপনার একটিমাত্র ভুল ভয়ানক বিপদ ডেকে আনতে পারে।
আসুন গ্যাস সিলিন্ডার ব্যবহারের সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক।
•আপনার বাড়ির গ্যাস সিলিন্ডার (gas cylinder) সাথে যুক্ত রবার পাইপটি যেন BSTI ছাপ দেওয়া থাকে। কারণ এই পাইপটি ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষিত।
•পাইপ টি লম্বায় এক থেকে দেড় ফুটের মধ্যে হওয়া উচিত। তার থেকে বেশি যেন না হয়।
•রবার পাইপটি যেন কোন মতেই উত্তপ্ত বার্নার এর সংস্পর্শে না থাকে।
•রেগুলেটর এর নজেল এর সাথে পাইপটি যেন ভালোভাবে আটকানো থাকে।
•নজেল এর সাথে যুক্ত রবার পাইপ টি কে কোন কাপড় দিয়ে মুড়ে রাখবেন না।
•পাইপ টিকে প্রতি দু’বছর অন্তর অন্তর পরিবর্তন করুন।
•যদি কোনরূপ অনুমান করতে পারেন যে গ্যাস লিক হচ্ছে তাহলে সেই অবস্থায় কোনরূপ ইলেকট্রনিক্স যন্ত্র অন করবেন না। পারলে মেইন সুইচ অফ করে দিন।
•অত্যাধিক পরিমাণে যদি গ্যাস লিকেজ হয় তাহলে সত্বর গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসের সাথে যোগাযোগ করুন। তারা আপনার সমস্যা সমাধান করবে।
•সিলিন্ডার খালি হয়ে যাওয়ার পর সিলিন্ডারের মুখ থেকে নজেল খোলার সময় আশেপাশে যেন আগুন না থাকে।
•গ্যাস সিলিন্ডার অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন।