শুক্রবার নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের ভোটের দিনক্ষণ প্রকাশ করে দেওয়া হল। 27 শে মার্চ থেকে রাজ্যে ভোট শুরু। এই নির্বাচনে সি ভোটার সমীক্ষার নির্বাচনী পূর্বাভাস সম্বন্ধে জেনে নেওয়া যাক।
- তৃণমূল কংগ্রেস(TMC)
সি ভোটারদের সমীক্ষায় বাংলার দখল তৃতীয়বারের জন্য তৃণমূলের হাতেই যাচ্ছে বলে সমীক্ষায় অনুমান করা হচ্ছে। অর্থাৎ বিজেপি তৃণমূল কে রুখতে পারবে না। তাহলে অবশ্যই তৃণমূলের সিট সংখ্যা কমতে চলেছে। তৃণমূলের সিট সংখ্যা 148 থেকে 164 হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
- বিজেপি(BJP)
বিজেপি নিঃসন্দেহে বাংলার প্রধান বিরোধী পার্টি হিসেবে উত্থিত হয়েছে। তবে বাংলার দখল পাবে তৃণমূল ই।
গতবারের তুলনায় বিজেপি এইবারে বহুসংখ্যক আসন বেশি পেতে চলেছে। 92 থেকে 108 টি আসন পেতে পারে এই বিরোধীদল।
- বাম-কংগ্রেসের জোট
বাম কংগ্রেস জোট বাংলায় সেই রকম প্রভাব ফেলতে পারবে না। সমীক্ষা বলছে তারা 31 থেকে 39 টি আসন পেতে পারে। যা আগের বারের তুলনায় অনেক কম।
- অন্যান্য দল।
নতুন দল হিসেবে বাংলায় আসতে চলেছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। এই দল মিম এর প্রধান আসাউদ্দিন অবিসি সাথে জোট হয়ে গেছে। তবে এই নির্বাচনে সেইরকম বড় কোনো প্রভাব ফেলতে পারবে না এই দল। বড়জোর 1 থেকে 5 টি আসন পেতে পারে এই দল।
2019 এর লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভা আসনের 164 টি তে এগিয়ে ছিল তৃণমূল। অন্যদিকে বিজেপি লোকসভা আসন 2 থেকে বেড়ে 18 হয়েছিল। বিধানসভায় 121টি সিট এ এগিয়ে ছিল । বাম কংগ্রেস জোট পেয়েছিল 9 টি সিট।
C voter vs CNX ভোট সমীক্ষা।
*সি ভোটার অনুযায়ী তৃণমূল এর অনুমান আসন সংখ্যা:- 154 থেকে 162.
সিএনএক্স অনুযায়ী 146 থেকে 156.
*সি ভোটার অনুযায়ী বিজেপি এর অনুমান আসন সংখ্যা:- 98 থেকে 106.
সিএনএক্স অনুযায়ী :- 113 থেকে 121.
*সি ভোটার অনুযায়ী বাম কংগ্রেস এর অনুমান সিট সংখ্যা 26থেকে 34.
সিএনএক্স অনুযায়ী 20 থেকে 28.
*সি ভোটার অনুযায়ী অন্যান্য দের সিট সংখ্যা :- 2 থেকে 6.
সিএনএক্স অনুযায়ী 1 থেকে 3 টি।
এবং দ্বিতীয় সমীক্ষায় অন্যান্য রা 1থেকে 5 টি আসন পেতে পারে বলে অনুমান করা হচ্ছে ।