Skip to content

ভারতে দেশীয় ভার্সনে লঞ্চ হতে চলেছে PUBG, প্রি রেজিস্ট্রেশনের জন্য

PUBG নামক জনপ্রিয় ব্যাটেল গেম টি ভারতে ব্যান করা হয়েছিল। পাবজি মোবাইল ইন্ডিয়া টিম এই ব্যাটেল গেমটি কে ইন্ডিয়ান ভার্সনে লঞ্চ করতে তৎপর হয়ে উঠেছে। এই গেমের পাবলিশার krafton এর তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই পাবজি গেম টি কে দেশীয় ভার্সনের লঞ্চ করা হবে। দেশীয় ভার্সনে গেমটির নাম হবে PUBG: New State In India। তবে এই গেমটি রেজিস্ট্রেশন কোনভাবে লঞ্চের আগে খোলা হবে না। গেমটির লঞ্চের বিষয়ে গুগল প্লে তে প্রি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।

 

PUBG MOBILE

Sportskeeda এর পেশ করা রিপোর্ট অনুসারে krafton এর প্রতিনিধি উল্লেখ করেছেন যে পাবজি অ্যাপ লঞ্চ করতে ভারত সমস্ত প্রক্রিয়ায় প্রস্তুতি নিয়েছে। এই পাবজি অ্যাপসটি শুধুমাত্র ভারতীয়দের জন্য উপলব্ধ করা। অর্থাৎ শুধু ভারতীয়দের কথা মাথায় রেখেই পাবজি: নিউ স্টেট ইন ইন্ডিয়া তৈরি করা হচ্ছে। এ বিষয়ে কেন্দ্র সরকারের সঙ্গে গেম পাবলিশার এর সঙ্গে আলোচনা করা হচ্ছে।

2020 সালের সেপ্টেম্বর মাসে ভারত-চীনের উপর ডিজিটাল স্টাইক করে। এর ফলে পাবজি সহ আরো অনেক অ্যাপস ভারত ব্যান করে। চীনের Tancent গেম সংস্থার সাথে ডিসট্রিবিউশন সংক্রান্ত সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকে ভারতে পাবজি ব্যান্ হয়। কিন্তু গেমিং সংস্থা ক্রাফটন পুনরায় ভারতে দেশীয় ভার্সনে পাবজি লঞ্চ করার কথা ভাবছে। এবং এই সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

 

PUBG

PUBG MOBILE

পাবজি মোবাইল ইন্ডিয়া গেমটি ভারতে চালু করার জন্য ব্যাঙ্গালোরে অফিস চালু করা হয়। কিন্তু সরকারের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি। এরপরের লঞ্চ স্থগিত করা হয়। কিন্তু তারপর ক্রাফটন গেমিং সংস্থা এর তত্ত্বাবধানে sportskeeda এর যৌথ প্রক্রিয়ায় এবং ভারত সরকারের সম্মতি নিয়ে পাবজি মোবাইল ইন্ডিয়া দেশীয় ভার্সনে লঞ্চ করার অনুমতি দেওয়া হয়।

তবে Sportskeeda এক তরফ থেকে পাবজি এর দেশীয় ভার্শন কবে ভারতে শুরু করা হবে সে বিষয়ে সঠিক তথ্য দেওয়া হয়নি। পাবজি এর দেশীয় ভার্সন তৈরি করার সাথে সাথে ভারতীয়রা যাতে বেশি অনুভূতি অনুভব করতে পারে সে বিষয়েও এই গেমিং সংস্থাটি সজাগ রয়েছে।

 

PUBG new state

এই বছরে ইন্ডিয়ান গেমিং কনফারেন্সে ক্রাফটন কর্পোরেশন ডেভেলপমেন্ট এর প্রধান সিন হিউনাল জানাই যে এই মুহূর্তে দেশীয় ভার্সনে ঠিক কোন দিনে লঞ্চ করতে চলেছে সে বিষয়ে সঠিক তথ্য এখনই দেওয়া যাচ্ছে না। তবে জোরকদমে কাজ চালানো হচ্ছে খুব শীঘ্রই ভারতে পাবজি গেম টিকে রি লঞ্চ করা।

ক্রাফটন গেমিং সংস্থা জানায় যে পাবজি নিউ স্টেট গেমটি আপাতত ভারতে লঞ্চ করা হবে। তারপর অন্যান্য দেশের লঞ্চ করার নিয়ে ভাবা হবে। এ বিষয়ে জল্পনার অবসান করা হয়। এছাড়াও জানাচ্ছি এই গেমটি হিন্দি ভার্সন ও থাকছে । তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যে যদি পাবজি নিউ স্টেট ভারতে লঞ্চ না করা হয় তাহলে পাবজি নিউ স্টেট এর ওয়েবসাইটে কিভাবে ঐ ফোল্ডারে হিন্দি ভার্সন দেখা যাচ্ছে সেটি প্রশ্ন।

Share