Skip to content

বেরিয়ে এলো বিশ্বের সবচেয়ে দূষিত ৫ টি শহরের নাম, প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের এই 2 শহর

img 20220903 080404

পৃথিবীতে যত এগিয়ে চলেছে ধীরে ধীরে তত বৃদ্ধি পাচ্ছে বায়ু দূষণের মাত্রা (Air Polution)। বায়ু দূষণের মাত্রা সবথেকে বেশি দেখা যায় বিশ্বের বড় বড় শহরগুলিতে। আরে বায়ু দূষণের কারণে মানবদেহে প্রতিনিয়ত বিভিন্ন রোগের বাসা বেঁধে চলেছে। যেমন – সিওপিডি, অ্যাস্থামা, লাংস ক্যানসার ইত্যাদি। বিশ্বের সবচেয়ে দূষিত স্থানের তালিকাগুলির মধ্যে সেখানকার বাসিন্ধাদের এই ধরণের রোগের সম্ভাবনা সবচেয়ে বেশি হতে দেখা যায়। কিন্তু সেখানকার বাসিন্দারা এর পরিপ্রেক্ষিতে কিছুই করতে পারেন সম্পূর্ণ নিরুপায় অবস্থায় থাকেন।

কোন ব্যক্তি পছন্দ করবেন না এমন কোন জায়গায় ভ্রমণ করতে বা কিছু সময় কাটাতে যেখানে পলিউশনের মাত্রা অত্যন্ত বেশি। আর কিছু মাস পরেই শীতেকালের আগমন ঘটবে আর শীতকাল মানেই পিকনিকের প্ল্যান। তাই আজ আমরা এই প্রতিবেদনে এমন কয়েকটি জায়গার বিষয়ে আপনাকে বলব, যেখানে অতিরিক্ত বায়ুদূষণের কারণে এই উল্লিখিত রোগগুলি হতে পারে। চলুন জেনেনি ভারতের সবচেয়ে বেশি বায়ুদূষণমূলক হওয়া স্থানগুলির বিষয়ে।

১) দিল্লী (ভারত) :

Delhi

ভারতের রাজধানী দিল্লীতে  সবচেয়ে বেশি বায়ুদূষণ হয়। একটি রিপোর্ট মারফত জানা গেছে দিল্লিতে বায়ুদূষণের মাত্রা এত বেশি যে এখানে সর্বোচ্চ পিএম লেভেল হলো ২.৫ যা বিশ্বের সবচেয়ে বেশি মাত্রা বলা যেতে পারে। গড় বার্ষিক এক্সপোজার প্রতি ঘনমিটারে ১১০ মাইক্রোগ্রাম (μg/m3) দাখিল করা হয়েছে।

২) কলকাতা (ভারত) :

Kolkata

দেশ-বিদেশের প্রত্যেকটি মানুষই এই বিশাল বড় শহরে কাজের জন্য কিংবা ভ্রমণ করতে আসে কলকাতায়। এবং আসা মাত্রই প্রত্যেকে বায়ু দূষণের কবলে পড়ে। বিশ্বের সবচেয়ে দূষিত স্থান গুলির মধ্যে এই শহরটি দ্বিতীয় স্থান অধিকার করেছে কারণ বিপদজ্জনক ফাইন পার্টিকুলেট মেইটারের সংস্পর্শে থাকে এই শহরটি।

৩) কানো (নাইজেরিয়া):

Nigeria

এই বায়ু দূষণের তালিকায় ৩ নম্বরে অবস্থান করছে নাইজেরিয়ার কানো। এখানে বার্ষিক ঘন মিটার প্রতি ৮৩.৬ মাইক্রোগ্রামের গড় পিএম ২.৫ রেকর্ড করেছে অর্থাৎ এখানকার বাসিন্দারা পিএম ২.৫ স্তরের সংস্পর্শে রয়েছে।

৪) লিমা (পেরু):

Peru

পেরু-র লিমা জায়গাটি এই তালিকা চতুর্থ নম্বর অবস্থান করছে। লিমায় বার্ষিকগড় পিএম রেকর্ড করা হয়েছিল ২.৫। WHO এর বায়ু মানের ডেটাবেস থেকে জানা গেছে পিএম ২.৫ কে ট্র্যাক করার জন্য সিস্টেম রয়েছে শুধুমাত্র ১১৭টি দেশের মধ্যে। যেখানে মাত্র NO2 মাত্রা পর্যবেক্ষণ করা হয়েছে ৭৪টি দেশে।

৫) ঢাকা (বাংলাদেশ):

Bangladesh

এই সর্বোচ্চ বায়ু দূষণের তালিকার পর্যবেক্ষণে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এখানে গড় পিএম ২.৫।

Share