Skip to content

ভারতের এই ১০ টি বিগ বাজেটের সিনেমা যার মধ্যে রয়েছে ৬ টি সাউথ এর ছবি ও ৪ টি বলিউডের

img 20221113 105122

ভারতীয় চলচ্চিত্রের সময়কাল বহু প্রাচীন থেকেই। প্রতিবছরই ভারতীয় চলচ্চিত্রে হাজার হাজার সিনেমা তৈরি হয়। কখনো তৈরি হয় বেশ কিছু কম বাজেটের সিনেমা আবার কখনো অত্যাধিক বেশি বাজেটের সিনেমা। তবে এত কিছুর মধ্যে বেশ কিছু সিনেমা মানুষের মনের মধ্যে দাগ কেটে যায়। তবে আজ এই প্রতিবেদনে এমন দশটি চলচ্চিত্রের কথা বলব, যা তৈরি করতে প্রচুর অর্থ খরচ করতে হয়েছে। এমন তালিকায় রয়েছে ৬ টি দক্ষিণী সিনেমা এবং ৪ টি বলিউড সিনেমা।

১) আরআরআর (RRR)

RRR

চলতি বছর ফেব্রুয়ারি মাসে ৫৫০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সারা বিশ্বে এই সিনেমাটি উপার্জন করেছিল ১১০০ কোটি টাকা। এস এস রাজা মৌলি (SS Rajamouli) পরিচালিত এই সিনেমাটিতে মুখ্য ভূমিকায় ছিলেন দক্ষিণী অভিনেতা জুনিয়ার এনটিআর (Junior NTR) এবং রামচরণ (Ramcharan)।

২) ২.০ (Robot 2.0)

2.0

৫৪০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি ভারতের দ্বিতীয় সবথেকে ব্যয়বহুল চলচ্চিত্র (Second most expensive film in India) হিসাবে পরিচিত। শংকর (Sankar) পরিচালিত এই সিনেমাটিতে মুখো চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত (Rajinikanth) এবং অক্ষয় কুমার (Akshay Kumar)।

৩) পনিয়ন সেলবান ১ (Ponniyin Selvan: I)

Ponniyin Selvan: I

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ৫০০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি দেশ বিদেশ থেকে প্রচুর অর্থ উপার্জন করেছে। এছাড়াও এই সিনেমাটি ভারতের তৃতীয় সবথেকে ব্যয় বহুল চলচ্চিত্র হিসেবে পরিচিতি। মণি রত্নম (Moni Ratnam) পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রম (Vikram), ঐশ্বর্য রাই বচ্চন (Aiswariya Rai Bachchan) এবং আরও অনেকেই।

৪) ব্রম্ভাস্ত্র (Brahmāstra: Part One – Shiva)

Brahmāstra: Part One – Shiva

সম্প্রতি চলতি বছরের ৯ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই সিনেমাটি।  অয়ন মুখার্জি পরিচালিত ৪১০ কোটি টাকা বাজেটেরি সিনেমাটি সিনেমা হল থেকে প্রচুর অর্থ উপার্জন করেছে। এই পর্বে মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt), নাগার্জুন (Nagarjun), মৌনি রায় (Mouni Roy) এবং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

৫) সাহ (Saaho):-

Saaho

ভারতীয় চলচ্চিত্রে পঞ্চম সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হল সুজিত পরিচালিত প্রভাস (Prabhas) এবং শ্রদ্ধা কাপুর (Sraddha kapoor)  অভিনীত সাহ (Saaho)। ৩৫০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি প্রেক্ষাগৃহে সারা ফেলে দিয়েছিল।

৬) খাগস অফ হিন্দুস্তান (Tugs Of Hindustan)

Tugs Of Hindustan

আমির খান, ক্যাটরিনা কাইফ,  এবং ফাতিমা সানা সেখ অভিনীত ৩৩৫ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি প্রেক্ষাগৃহে ফ্লপ হিসেবে পরিচালিত হলেও সিনেমাটি অনেক বড় বাজেটের সিনেমা ছিল।

৭) রাধেশ্যাম (Radheshyam):

Radheshyam

৩০০ কোটি টাকা বাজেটের তৈরি প্রভাস এবং পূজা হেগড়ে অভিনীত এই সিনেমাটি বক্স অফিসে একেবারেই আয় করতে পারেনি।

৮) ৮৩ (83)

83

২৭০ কোটি টাকা বাজেটের রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই সিনেমাটি প্রাক্তন ক্রিকেটার কপিল দেবের বায়োপিক। এটি ভারতের অষ্টম ব্যয়বহুল সিনেমা হিসাবে পরিচিত।

৯) বাহুবলী (Baahubali)

Baahubali

দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাকাপাকিভাবে ২৫০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি জায়গা করে নিয়েছে। এই সিনেমাটি দেশ-বিদেশ সহ ভারতে বহু অর্থ অর্জন করেছে।

১০) সাইরা নরসিমা রেডি (Sye Raa Narasimha Reddy)

Sye Raa Narasimha Reddy

অমিতাভ বচ্চন ও লেডি সুপারস্টার নয়নতারা অভিনীত এই সিনেমাটি ২০১৯ সালের ২২৫ কোটি টাকা বাজেটের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

Share