Skip to content

প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার পোস্টমর্টেম রিপোর্ট ঘিরে চাঞ্চল্য! বেরিয়ে এলো মৃত্যুর কারণ

বলিউডের অন্যতম জনপ্রিয় টেলি তারকা সিদ্ধার্থ শুক্লা (sidharth shukla), তার আকস্মিক মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছে গোটা বলিউড। গতকাল হঠাৎই ২০১৯ সালের বিগ বস বিজয়ী এই তারকা অভিনেতার হূদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর । কিন্তু হঠাৎ তার এই মৃত্যু কেউই মেনে নিতে পারেননি । শোকের ছায়া গোটা বলিউড জুড়ে । তবে সুস্থ তরতাজা এই যুবক অভিনেতার মৃত্যুর আসল কারণ কি স্বাভাবিক হূদরোগ নাকি এর পিছনে রয়েছে কোন রহস্য। তারঁ মৃত্যু ঘিরে অনেক রকম জল্পনা উঠে এসেছে। ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে চারিদিকে।

এইদিন সিদ্ধার্থের মৃত্যু এক ঝলকে মনে পড়িয়ে দেয় আগের বছরে ঘটে যাওয়া এরকমই এক মর্মান্তিক দিনের কথা। সেদিন ছিল সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার দিন। এরকমই এক তরতাজা যুবক অভিনেতা সেদিনও হঠাৎ করে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল । কিন্তু রহস্য সমাধান হয়নি সুশান্তের এর চলে যাবার । এদিন অনেকেই সুশান্তের মৃত্যুর সাথে সিদ্ধার্থের মৃত্যুর অনেক মিল খুঁজে পাচ্ছেন । যদিও হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানানো হয় । কিন্তু মৃত্যুর আসল কারণ হৃদরোগ নাকি অন্যকিছু তা নিশ্চিত করার জন্য ময়নাতদন্তের রিপোর্ট এর অপেক্ষা করতে হবে । গতকালই এই অভিনেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে।

sidharth shukla

সিদ্ধার্থ শুক্লার পোস্টমর্টেম রিপোর্ট

সম্প্রতি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে পুলিশকে জানানো হয়েছে স্বাভাবিকভাবেই মৃত্যু ঘটেছে এই অভিনেতার (sidharth shukla) । এর পিছনে কোন অস্বাভাবিক মৃত্যুর কারণ নেই। অভিনেতা শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। যদিও এটি প্রাথমিক রিপোর্ট। ফাইনাল রিপোর্ট আসার পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ । ততদিন পর্যন্ত অভিনেতার মৃত্যু হৃদরোগজনিত কারণেই হয়েছে বলে মনে করা হচ্ছে।

sidharth shukla

সূত্র মতে জানা গেছে বুধবার রাতেই মৃত্যু হয় অভিনেতার । অন্যদিনের মতো সেদিনও স্বাভাবিকভাবেই রাত্রে ঘুমাতে যাওয়ার সময় একটি ওষুধ খান তিনি । তারপরই হঠাৎ রাতে তাঁর শরীর খারাপ হতে শুরু করে । জানা যায় ভোর ৩:৩০ মিনিটে তিনি হঠাৎ তার মা এর কাছে ঠান্ডা জল খেতে চান । তাঁর মা তাকে ঠান্ডা জল খাওয়ালে অসুস্থ বোধ করতে থাকেন তিনি । এর কিছুক্ষণের মধ্যেই তিনি অচৈতন্য হয়ে যান। পারিবারিক লোকদের সাথে আলোচনা করে তাঁর মা সিদ্ধান্ত নেন তাঁকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়ার । সিদ্ধার্থের (sidharth shukla) মায়ের কথা মতো জল খাবার পরেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ছেলে । তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

বালিকা বধূ ,ঝালাক দিখলা জা ,ফিয়ার ফ্যাকটর, বিগ বস এর মঞ্চের জনপ্রিয় তারকা অভিনেতার এই আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। পারিবারিক লোক থেকে শুরু করে তার সহকর্মীরা এবং দর্শক সকলেই মর্মাহত । সিদ্ধার্থের এই অকাল প্রয়াণে মুম্বাই পুলিশের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা তদন্ত চালু করা হয়েছে। আপাতত এই সফল জনপ্রিয় অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি।

Share