ভারতের সবথেকে বড় বিমান সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অর্থাৎ এলআইসি (LIC)। LIC তার গ্রাহকদের জন্য একাধিক যোজনা লঞ্চ করে থাকে। এবার মহিলাদের জন্য এলআইসি নিয়ে এলো ‘আধার শিলা’ (LIC Adharshila) নামে এক যোজনা। এই যোজনা গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যেসব মহিলা গ্রাহকদের আধার কার্ড আছে শুধুমাত্র তারাই এই যোজনায় ইনভেস্ট করতে পারবে। এই যোজনা শুধুমাত্র মহিলাদের জন্য।
এই ‘আধার শিলা’ (LIC Adharshila) যোজনাটি ১ ফেব্রুয়ারি ২০২০ সালে লঞ্চ হয়েছে। এই যোজনায় লাইভ কভারের পাশাপাশি একাধিক সুবিধা হয়। এই পলিসিতে সেভিংসের সুবিধাও দেওয়া হয়। এই স্ক্রিমের অন্তর্গত একজন মহিলা দৈনিক ২৯ টাকা করে সেভিংস করলে, পলিসি ম্যাচিউর হওয়ার পর ৪ লক্ষ টাকা পাবেন। এই যোজনায় পলিসি চলাকালীন লোন নেওয়ার সুবিধাও দেওয়া হয়। এই পলিসিতে ন্যূনতম ৭৫ হাজার এবং অধিকতম ৩ লক্ষ টাকার বিমা করতে হবে।
কতদিনের জন্য এই প্ল্যান নেওয়া যায়
এই পলিসিটি ৮ থেকে ৫৫ বছর বয়সের যে কোন মহিলা করতে পারেন। ১০ বছরের জন্য এই পলিসিটি কিনতে হবে। এই পলিসিতে অধিকতম ২০ বছরের জন্য ইনভেস্ট করা যাবে। কিন্তু ম্যাচুরিটি করার সময় মহিলার বয়স ৭০ বছরের মধ্যে হতে হবে।
কত টাকা প্রিমিয়াম দিতে হবে?
এই যোজনায় অন্তর্গত কোন মহিলার বয়স ২০ হলে এবং তিনি ২০ বছরের জন্য ৩ লক্ষ টাকার পলিসি নিলে, তাকে বছরে ১০৬৪৯ টাকা প্রিমিয়াম দিতে হবে। যা প্রত্যেকদিন হিসাবে ২৯ টাকা।
প্রেমিয়াম পেমেন্ট
এই পলিসিতে মাসিক, ত্রৈমাসিক, ছ’মাসে অথবা বার্ষিক হিসেবে প্রিমিয়াম দেওয়া হয়। সময়ের মধ্যে প্রিমিয়াম দিতে না পারলে ৩০ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়। প্রিমিয়াম মাসে দিলে ১৫ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়।
ক্যাশ বেনিফিট
এই পলিসি শুরু করার ৫ বছরের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে তার বিমার পুরো টাকা এবং বীমার লয়ালটি বোনাস তাঁর নমিনিকে দেওয়া হবে।
ম্যাচিউরিটি বেনিফিট
ম্যাচিউরিটির সময় ২ লক্ষ বিমার টাকা এবং ২ লক্ষ লয়ালটি বোনাস মিলিয়ে মোট ৪ লক্ষ টাকা দেওয়া হবে।
সেটেলমেন্ট
এই পলিসিতে ম্যাচিউরিটির পর পুরো টাকা দিয়ে একসাথে অথবা কিস্তিতে নিতে পারেন।
সারেন্ডার করতে পারবেন
এই পলিসিতে কন্টিনিউ দু’বছর প্রিমিয়াম দেওয়ার পর তিনি সারেন্ডারও করতে পারেন।