Skip to content

ভারতের এই মহিলা IPS অফিসারের সৌন্দর্যের কাছে হার মানবে বলিউড অভিনেত্রীরাও

img 20220912 190842

ভারতে প্রতিবছর একটা সিস্টেম সাপেক্ষে পরীক্ষা হয়ে থাকে। যেখানে অনেক ছাত্র-ছাত্রী তাদের মেধার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয় আবার অনেকে হয়তো হতে পারে না। এর মাঝেই ঘোষিত হল ২০১৭ সালের সিভিল সার্ভিসের ফলাফল। এর মধ্যে একজনের নাম বেশ চমকপ্রদ। তবে ইনি শুধু তার সাফল্য নয় তথা সৌন্দর্যের জন্যও খুবই বিখ্যাত।  তার নাম “নভজ্যোত সিমি” (Navjot Simi)।

IPS Navjot Simi

সম্প্রতি, সবার মুখে মুখে তার নাম শোনা যায়। সকলে তাকে নিয়ে আলোচনায় মেতে থাকে। প্রত্যেকে যেমন তার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন, তেমন তার অপরূপ সৌন্দর্যে প্রশংসা করেছেন সকলেই। নভজ্যোত সিমি তার ক্যারিয়ার, সৌন্দর্য এবং তার বিবাহের জন্যও বর্তমানে শিরোনামে রয়েছেন। এই প্রতিবেদনটির মাধ্যমে আমরা আপনাদের নভজ্যোত সিমি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে চলেছি।

Navjot Simi

তিনি ১৯৮৭ সালে পাঞ্জাবের গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন এবং পাবলিক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন।  এরপর তিনি বাবা যশবন্ত সিং ডেন্টাল কলেজ থেকে পড়াশোনা করেন। এই কলেজ থেকে তিনি ডেন্টাল সার্জারিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। তবে তারপর তিনি প্রস্তুত হতে শুরু করেন সিভিল সার্ভিস পরীক্ষার জন্য। UPSC প্রস্তুতির জন্য পাঞ্জাব ছেড়ে তিনি দিল্লিতে আসেন। তিনি দিল্লির বিখ্যাত ভাজিরাজ কোচিং ইনস্টিটিউট থেকে পড়াশোনায় খুব প্রতিশ্রুতিবদ্ধ হন সিভিল সার্ভিস পরীক্ষার জন্য।

IAS Tushar Singla & IPS Navjot Simi

তার প্রকৃত স্বপ্ন ছিল IPS অফিসার হওয়ার। এই কারণে তিনি কঠোর পরিশ্রম করতে শুরু করেন। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয়বার তিনি সফলতা পান এবং ভালো পদে নিযুক্ত হন। তিনি যেমন রূপে লক্ষী ও তেমন গুণে সরস্বতী। বর্তমানে তিনি তার নিজস্ব কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত আছেন।

Share