বর্তমানে আবহাওয়ার মেজাজ কিছুটা অন্যরকম। উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে একটুও বৃষ্টিপাত হয়নি। এর ফলে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হয়েছে। তাপমাত্রা ক্রমশ ওঠা নামা করছে। গত শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6°C এবং এই দিন সামান্য তাপমাত্রা কমে হয়েছে 26.5°C। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে অধিকাংশ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে।
ছত্রিশগড় রাজ্যের উপর ঘূর্ণাবর্ত।
বর্তমানে উত্তর আন্দামান সাগর এবং তার সংলগ্ন এলাকার ওপরে নিম্নচাপ অবস্থান করছে। এবং ছত্রিশগড়ের দক্ষিণ এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2.1 km উপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এছাড়াও ঝাড়খন্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আরেকটি ঘূর্ণাবর্ত (কালবৈশাখীর) অবস্থান করছে।
এখন জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া।
আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা আবহাওয়া শুকনো (dry) থাকবে। ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এবং আগামী 48 ঘণ্টায় তাপমাত্রার সেরকম হেরফের হবে না। এর পরবর্তী 48 ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।
এখন জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী আগামী 24 ঘণ্টায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা , হাওড়া, হুগলি কলকাতা ,পশ্চিম ,মেদিনীপুর, ঝাড়গ্রাম ,নদীয়া এবং পূর্ব বর্ধমান এ বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। এবং বাকি জেলাগুলিতে আবহাওয়া সাধারণত শুকনো (dry) থাকবে। উত্তরবঙ্গের মত দক্ষিণবঙ্গ আগামী 48 ঘণ্টায় উষ্ণতার সেই রকম পরিবর্তন হবে না তবে তার পরবর্তী দুই থেকে তিন দিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে।
• এখন এক ঝলকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা (°C) জেনে নেওয়া যাক।
‘*’ চিহ্নে আগের দিনের তাপমাত্রা দেখানো হলো।
আসানসোল 23.2°C (*22)
পানাগড় 25.1°C (*21.8)
বর্ধমান 24.8°C (*25)
বাঁকুড়া 23.9°C (*24)
পুরুলিয়া 19.5°C (*19.5)
ব্যারাকপুর 25.8°C (*25.8)
বহরমপুর 21.2°C (*20.6)
বালুরঘাট 19.8°C (*21.6)
কলকাতা 26.5°C (*26.6)
ক্যানিং 26°C (*25.4)
কোচবিহার 18.6°C (*18.7)
দার্জিলিং 9.8°C (*9.2)
দিঘা 27°C (*26.6)
শিলিগুড়ি 16.8°C (*18.1)
শ্রীনিকেতন 24°C (* 22.4)
মালদহ 24.5°C (*23.2)