Skip to content

সারা জীবন হাসিয়েছেন অপরকে, জনি লিভারের ব্যক্তিগত জীবন শুনলে চোখে আসবে জল

  • by
johnny lever life story 

বলিউডের কমেডিয়ানদের কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে জনি লিভারের (Johnny Lever) কথা। একসময় বলিউডের ওয়ান এন্ড অনলি কমেডিয়ান ছিলেন তিনি। কিন্তু যে মানুষটি সারাজীবন সকলকে হাসিয়েছেন, বলা ভালো আজও যে মানুষটি সকলকে হাসিয়ে যাচ্ছেন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কতটা আমরা জানি? কতটা তথ্য রয়েছে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদের কাছে? চলুন আজ জেনে নিই সদা হাস্যময় জনি লিভারের (Johnny Lever) জীবনের নানা অজানা কথা।

অন্ধ্রপ্রদেশের এক খ্রিস্টান তেলেগু পরিবারের জন্ম হয় এই অভিনেতার। জনি লিভারের (Johnny Lever) আসল নাম জন প্রকাশ রাও জানু মালা। প্রকাশন জেলায় জনি লিভারের আদি বাড়ি। ছোটবেলা কাটিয়েছেন মুম্বাইয়ের ধারাবি বস্তিতে। খুব অল্প রোজগার ছিল জনি লিভারের (Johnny Lever) বাবার। তিনি কাজ করতেন হিন্দুস্তান ইউনিলিভারের অপারেটর পোস্টে। দুই ভাই এবং ৩ বোনের অভাবের সংসার ছিল জনিদের। সংসারে টানাপোড়নের কারণে মাত্র ক্লাস সেভেন অব্দি পড়াশোনা করতে পেরেছেন তিনি।

Johnny lever

 

আরও পড়ুন: দিন দিন কমছে মোদির জনপ্রিয়তা, এক লাফে বাড়ল কংগ্রেসের এই নেতার জনপ্রিয়তা

জনি লিভারের কথায়, বাবা চাকরি করতেন ঠিকই কিন্তু প্রত্যেক দিন রাতে মদ খেয়ে আসতেন তাই অর্জিত টাকা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত। স্কুলের টাকা থেকে শুরু করে রেশন পর্যন্ত খরচ দিতেন বড় জেঠু। অন্যের দয়ায় পড়াশোনা করতে ইচ্ছে হয়নি বলে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন জনি। যদিও স্কুলে পড়াকালীন প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ভীষণ ভালোবাসতেন জনিকে (Johnny Lever)। কিন্তু অপরের দয়য়ে পড়াশোনা করবেন না বলে পড়াশোনা ছেড়ে দেন জনি।

আরও পড়ুন: রাজহাঁস না কাঠবিড়ালি, প্রথমে কী দেখলেন? উত্তরই জেনেনিন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে

সংসারের বোঝা নিজের কাঁধে তুলে নিয়ে রাস্তায় রাস্তায় পেন বিক্রি করে দিন কাটাতেন জনি লিভার। একসময় বাবার হিন্দুস্তান কোম্পানিতে চাকরি পেয়েছিলেন তিনি। চাকরির পাশাপাশি নিয়মিত স্টেজ শো করতেন জনি। কোম্পানির ঊর্ধ্বতন অফিসাররা অভিনেতার পারফরম্যান্স দেখে এতটাই খুশি হয়েছিলেন যে জন প্রকাশ রাও জানুমালা নাম পাল্টে রাখা হলো জনি লিভার (Johnny Lever), যে নামে পরবর্তীকালে বিখ্যাত হয়েছিলেন তিনি। চাকরিতে থাকাকালীন তিনি একের পর এক সিনেমার অফার পান এবং নিজের প্রতিভার দ্বারা সকলের মন জয় করে নেন। আজ প্রতিপত্তি বা সম্পত্তি কোন কিছুরই অভাব নেই অভিনেতার কিন্তু আজও নিজের পুরনো দিনের কথা স্মৃতি রোমন্থন করে কষ্ট পান সদা হাস্যময় এই অভিনেতা।

Share