জিও (JIO) মাঝে মাঝেই গ্রাহকদের জন্য ধামাকেদার ও আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়। সে পুজোর সময় ই হোক অথবা নববর্ষ ই হোক। এইবার ও সেইরকম ই এক আকর্ষণীয় অফার নিয়ে এলো মুকেশ আম্বানির এই জিও টেলিকম সংস্থা। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
•দু বছর এর জন্য আনলিমিটেড কলিং এবং প্রতি মাসে 2GB করে করে ডেটা অফার দিতে চলেছে জিও। দু বছরের জন্য নিশ্চিন্ত হবেন গ্রাহকরা। এই অফার শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারী গ্রাহকদের জন্য ।নতুন জিও ফোন কিনলেই আপনি এই অফার টি অতিরিক্ত কোনো রিচার্জ ছাড়াই পেয়ে যাবেন। এখন প্রশ্ন আপনার যদি আগের থেকেই জিও ফোন থেকে থাকে তাহলে কি আপনি এই অফার পাবেন? উত্তরটা হচ্ছে হ্যাঁ। সেই বিকল্পও দিয়েছে জিও সংস্থা।
•1999 টাকার জিও ফোন কিনলেই আর অতিরিক্ত কোন রিচার্জ করতে হবে না। আপনি পুরোপুরি 24 মাসের জন্য আনলিমিটেড কলিং এবং 2 GB করে প্রতিমাসে ডেটা ব্যবহার করতে পারবেন।
অন্যদিকে আপনি যদি এই একই অফার 12 মাসের জন্য পেতে চান, তাহলে আপনাকে 1499 টাকা খরচ করতে হবে।
এবার যদি আপনার ধরুন জিও ফোন আগে থেকেই থেকে থাকে, তাহলে আপনাকে শুধুমাত্র 749 টাকা রিচার্জ করলেই 24 মাসের জন্য অফারটি পেয়ে যাবেন।
মুকেশ আম্বানির জিও (Jio) টেলিকম সংস্থা সমস্ত সার্কেল কে 4G কানেকশন এর আওতায় আনতে সচেষ্ট হয়েছেন। এবং তার সংস্থা 5G এর পথে এগোতে চলেছে।
5G এর সমস্ত পরিকাঠামো দেশে তৈরি করতে শুরু করে দিয়েছে জিও কোম্পানি। এমনকি 5G ফোন লঞ্চ করতে চলেছে বলে জানা গিয়েছে। এই ফোনের দাম খুবই কম হবে।প্রথম ক্ষেত্রে এই 5G ফোনের দাম সর্বাধিক 5000 টাকা হলেও ধীরে ধীরে দাম কমিয়ে আড়াই হাজার টাকার মধ্যে আনা হবে।