Skip to content

AIRTEL, VI কে টেক্কা দিতে JIO এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, মাত্র ১১৯ টাকায় প্রতিদিন ১.৫ GB ডাটা সহ

আমরা বিভিন্ন জনে বিভিন্ন কোম্পানির সিম এর ব্যবহার করে থাকি। বর্তমানে Jio, Airtel এবং Vodafone Idea টেলিকম কোম্পানির সিম সকল বেশি ব্যবহার করে থাকে। Jio, Airtel এবং Vodafone ,Idea টেলিকম কোম্পানির মধ্যে জিও কোম্পানি দিচ্ছে তুলনামূলক সস্তায় রিচার্জ প্ল্যান। সমস্ত টেলিকম কোম্পানির 20% রিচার্জ এর দাম বৃদ্ধি করেছে।পাশাপাশি, অনেক নতুন প্ল্যান যোগ করা হয়েছে।

Jio

এখানে আমরা জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন-আইডিয়া ( VODAFONE IDEA) এর এমন কিছু প্ল্যানের কথা বলবো যাখানে আপনি আনলিমিটেড কলিং, ডেটা এবং অন্যান্য সুবিধা অফার করা হচ্ছে।

JIO-এর 119 টাকার প্ল্যান

জিওর 119 টাকার প্রিপেড প্ল্যানে 300 মেসেজ ও unlimited voice calling, 1.5GB হাই স্পিড ডেটা দিয়ে থাকেন। এবং এর সাথে পাওয়া যায় Jio TV, Jio Cinema, Jio সিকিউরিটি এবং Jio Cloud অ্যাক্সেস এবং প্ল্যানের ভ্যালিডিটি হল 14 দিনের জন্য।

AIRTEL-এর 209 টাকার প্ল্যান

সারাদেশে আনলিমিটেড কলি্ং সুবিধা সহ 21 দিনের জন্য প্রতিদিন 1 জিবি ডেটা এবং 100টি ফ্রী এসএমএস দিচ্ছে airtel 209 প্রিপেড প্ল্যানে। কোম্পানির এই প্ল্যানটি অ্যামাজন প্রাইম ভিডিওর 30 দিনের বিনামূল্যের ট্রায়াল দিয়ে থাকেন।

VODAFONE IDEA 199 টাকার প্ল্যান

199 টাকায় ভোডাফোন আইডিয়া প্রতিদিন 1 জিবি ডেটা সহ 100 টি এসএমএস এবং আনলিমিটেড কল 18 দিনের জন্য দিয়ে থাকেন।

এক মাসে সবচাইতে কম দামের মধ্যে সেরার সেরা প্ল্যান হলো jio ১১৯ টাকার প্ল্যান টি। Jio তার ইউজারদের কম দামে Airtel এবং Vi-এর চেয়ে বেশি ডেটা প্রোভাইড করছে। আপনি যদি OTT সাবস্ক্রিপশন পেতে চান তাহলে Airtel-এর 209 প্ল্যানটি সেরা কারণ এই প্ল্যানের সাথে Amazon Prime Video ট্রায়াল পাওয়া যাচ্ছে।

Share