Skip to content

জিও-র দুর্দান্ত প্লানে বাজিমাত, ২০০ টাকারও কমে প্রত্যেকদিন ২ জিবি ডাটা সহ ২ মাসের ভ্যালিডিটি দিচ্ছে জিও সংস্থা

রিলায়েন্স জিওর (Reliance jio) রিচার্জ প্ল্যান গুলির মধ্যে বেশকিছু সস্তার প্ল্যানও আছে। নির্দিষ্ট কিছু প্লান রিচার্জ করার কারণে আমরা সেই প্ল্যানগুলি থেকে অপরিচিত। আজকে এমন এক প্লানের সম্বন্ধে আমরা জানাবো। শুধুমাত্র ১৮৫ টাকা রিচার্জে একটি বাম্পার অফার রয়েছে। ১৮৫ টাকার এই প্ল্যানটি রিচার্জ করলে ২ মাসের জন্য দিনে ২ জিবি করে ডেটা। ২০০ টাকারও কম মূল্যে এই প্লানের সুবিধা ওঠান।

বর্তমানে এই প্লানের আওতাধীনে বাই-ওয়ান-গেট-ওয়ান অফার অর্থাৎ একবার রিচার্জ করলে তার সমপরিমাণ মূল্যের আরেকটি রিচার্জ ফ্রী অফার করছেন জিও। অর্থাৎ একবার রিচার্জে ডবল রিচার্জের সুবিধা।

Jio

Jio

শর্ত একটাই। এই রিচার্জ প্ল্যান শুধুমাত্র JioPhone-এর গ্রাহকদের জন্য। আসুন জিও ফোনের এই প্লানটির সম্বন্ধে বিস্তারিত জেনেনি।

Reliance Jio Phone-এর ১৮৫ টাকার প্ল্যান :

রিলায়েন্স জিওফোনের এই প্ল্যান্টির মেয়াদ ২৮ দিনের হলেও বর্তমানে বাই-ওয়ান-গেট-ওয়ান অফারের আওতায় থাকার কারণে এই অফারের মেয়াদ ৫৬ দিন। এই প্লানে দৈনিক ২ জিবি অর্থাৎ ৫৬ দিনে মোট ১১২ জিবি ডেটা পাবেন।

এছাড়াও যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০ টি এসএমএস-এর বেনিফিটও থাকছে। পাশাপাশি এই প্ল্যানে রয়েছে জিওর বিভিন্ন অ্যাপস-এর সাবস্ক্রিপশন।

Share