রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল (BSNL) গ্রাহকদের জন্য আকর্ষণীয় কিছু শর্ট টার্ম রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যান গুলি সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান। আপনি 200 টাকার মধ্যে এই প্ল্যান গুলি রিচার্জ করতে পারবেন। আসুন এক নজরে প্ল্যান গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
• 97 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান।
বিএসএনএল গ্রাহকরা 97 টাকা রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাবে তার সাথে 2 GB ডেটা ব্যবহার করতে পারবে। বৈধতা থাকছে সম্পূর্ণ 18 দিনের জন্য।
• 99 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান।
বিএসএনএল গ্রাহকরা 99 টাকা রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাবে। বৈধতা থাকছে সম্পূর্ণ 22 দিনের জন্য। তবে দুঃখের বিষয় এই যে এই প্ল্যান এ গ্রাহকরা কোন এসএমএস ও ডেটা এর সুবিধা পাবেন না।
• 118 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান।
বিএসএনএল গ্রাহকরা 118 টাকা রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাবে তার সাথে প্রতিদিন 0.5GB করে ডেটা ব্যবহার করতে পারবে। এবং এর সাথে প্রতিদিন 100 টি করে এসএমএস (SMS) পাওয়া যাবে। বৈধতা থাকছে সম্পূর্ণ 26 দিনের জন্য।
• 187 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান।
বিএসএনএল গ্রাহকরা 187 টাকা রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাবে তার সাথে প্রতিদিন 2 GB করে ডেটা ব্যবহার করতে পারবে। এবং এর সাথে প্রতিদিন ফ্রী এসএমএস (SMS) ও পাওয়া যাবে। বৈধতা থাকছে সম্পূর্ণ 28 দিনের জন্য।
শুধু বিএসএনএল (BSNL) নয় সম্প্রতি এয়ারটেল (Airtel) এবং রিলাইন্স জিও (Reliance jio) ও 200 টাকার মধ্যে কিছু রিচার্জ প্ল্যান এনেছে। রিলায়েন্স জিও এবং এয়ারটেল দুটি দুটি টেলিকম কোম্পানিই 199 এবং 148 টাকার প্ল্যান এনেছে যেখানে তারা গ্রাহকদের Jio Tv, Jio cenema, সহ Jio Apps এর ফ্রি সাবস্ক্রিপশন প্রদান করছে এবং এয়ারটেল তার গ্রাহকদের এয়ারটেল থ্যাংকস অ্যাপ এর বিভিন্ন পরিষেবা ব্যবহার করার সুবিধা দিচ্ছে।