Skip to content

জিৎ, প্রসেনজিৎ নাকি দেব এই ৩ টলিউড সুপারস্টারের মধ্যে কে সবচেয়ে ধনী?

Jeet Prosenjit Chatterjee Dev which actor is most richest

আমরা প্রায়ই বলিউড (Bollywood) কিংবা হলিউডের (Hollywood) অভিনীতা অভিনেত্রীদের কার কত সম্পত্তির পরিমাণ রয়েছে তা খবর পড়ে জানতে পারি। বিশাল সম্পত্তির অধিকারী এই অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। লাইফ স্টাইল থেকে শুরু করে তাদের জীবনের খুঁটিনাটি বিষয় সবই জানতে আগ্রহী সাধারণ মানুষ। তবে টলিউডের (Tollywood Celebrities) তারকাদের সম্পত্তির ব্যাপারে খুব বেশি কোনো খবর শিরোনামে পাওয়া যায় না। তাই চলুন আজ এই বিষয়ে জেনে নেওয়া যাক।

টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে দেব (Dev), জিৎ (Jeet) প্রসেনজিৎ (Prosenjit) অন্যতম। আপনি কি জানেন টলিউডের এই ৩ জন সুপারস্টারের সম্পত্তির পরিমাণ কত? কার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি? আজ এই প্রতিবেদনে আমরা এই ৩ জন টলিউড সুপারস্টারের মধ্যে কে সবচেয়ে ধনী তা বিস্তারিত বলব।

Jeet

জিৎ (Jeet ) :- বর্তমানে টলিউডের (Tollywood) যে তিনজন সুপারস্টার হয়েছে তার মধ্যে অন্যতম সুপারস্টার হলো জিৎ (Jeet)। দীর্ঘ বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) রাজত্ব করে চলেছেন। সাথী সিনেমার মাধ্যমে ডেবিউ করেছিলেন তিনি আর আজ সেই অভিনেতাকেই এক ডাকে সারা বাংলা চেনেন। একের পর এক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে চলেছেন তিনি। বর্তমানে তিনি শুধু একজন সফল অভিনেতাই নন  একজন প্রযোজকও। তার প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত ছবিগুলি বক্স অফিসে দারুন হিট হয়েছে। মানে এই অভিনেতা সম্পত্তির পরিমাণ ১ মিলিয়ন ডলার থেকে ৫ মিলিয়ন ডলার।

Dev

দেব (Dev):- বাংলার অন্যতম সুপারস্টার এবং তৃণমূল সাংসদ হলেন দেব (Dev)। ছোট থেকে বড় সকলেই তার ভক্ত। তুই বাংলাতেই তার অজস্র ভক্তরা ছড়িয়ে রয়েছে। ২০২১ থেকে ২২ সালের মধ্যে পরপর কয়েকটি ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। এছাড়াও প্রায় ৩০ বছর ধরে তার ক্যারিয়ার জীবনে তিনি বক্স অফিসকে অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে তিনি শুধু অভিনেতাই নন একজন প্রযোজকও। এই অভিনেতার সম্পত্তির পরিমাণ প্রায় ২ মিলিয়ন ডলার থেকে ৫ মিলিয়ন ডলার।

Prosenjit Chatterjee

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee):- বাংলা ইন্ডাস্ট্রির দ্বিতীয় মহানায়ক হলেন সকলের প্রিয় বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।  দীর্ঘ ৪০ বছর ধরে অভিনয় জগতে একের পর এক দুর্দান্ত সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন তিনি। নিজস্ব জনপ্রিয়তার দিক থেকে টলিউড তথা বলিউডের অনেক অভিনেতাই তার কাছে কিছুই নয়। সুপারস্টার দেব জিৎ এর মতন এই কিংবদন্তি অভিনেতাও একজন প্রযোজক। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ দেব-জিৎ এর চেয়ে তিনগুণ বেশি, প্রায় ৩০ মিলিয়ন ডলার।

Share