Skip to content

ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে বিরাট কোহলির ক্লাস ১০ এর মার্কশীট! অঙ্কে ৫১, সোশ্যাল সায়েন্সে ?

২০২৩ এর ৩১ শে মার্চ থেকেই শুরু হলো আইপিএল (IPL 2023)। এর মধ্যে ব্যাট হাতে নিয়ে ঝড় তোলার পূর্বে কার্যত সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে। আসলে তারকা ক্রিকেটাররা স্টুডেন্ট হিসাবে এমন ফলাফল করতেন তা জানার আগ্রহ দর্শকদের বরাবরই আছে। কারণ খেলাই যাদের ধ্যান জ্ঞান ছিল তারা পড়াশোনায় কতটা ভালো ছিলেন তা জানতে চাওয়ার আগ্রহ খুবই স্বাভাবিক।

Virat Kohli

তবে বিরাট কোহলি (Virat Kohli) যে এভাবে অনুরাগীদের চমকে দেবেন তা কেউ কল্পনা করতে পারেনি। কারণ এই দুর্দান্ত ভারতীয় ক্রিকেটার এবং এক সময় দলের প্রাক্তন অধিনায়ক নিজেই জানিয়েছিলেন যে সে, ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পেতে তিনি ততটা পরিশ্রম করেননি, যতটা স্কুলের পাশ মার্কস আদায় করার জন্য করতে হয়েছিল তাকে। ভারতীয় ক্রিকেট রানে তার সর্বোচ্চ স্কোর থাকা সত্ত্বেও কোহলিকে পূর্বে অন্তত অঙ্কে পাশ করার জন্য যে বিস্তর বেগ পেতে হতো, উদাহরণ পেশ করে তা নিজেই বুঝিয়ে দিলেন কোহলি (Virat Kohli) ।

Marksheet

আইপিএল-এ মাঠে নামার আগে সম্প্রতি বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় নিজের ক্লাস টেনের মার্কশিট পোস্ট করেন এবং পোস্ট করার মুহুর্তের মধ্যেই তা তুমুল ভাইরাল হতে শুরু করে। ভারতের এই অতুলনীয় ক্রিকেটার দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষায় অঙ্কে পেয়েছিলেন ৫১। ইংরেজি এবং হিন্দিতে স্কোর হিসাবে যথাক্রমে ৮৩ ও ৭৫ পেয়েছিলেন। সোশ্যাল সায়েন্সে পেয়েছিলেন ৮১ আর সায়েন্স অ্যান্ড টেক-এ কোহলির প্রাপ্ত নম্বর ছিল মাত্র ৫৫।

Kohli, Pandiya

বিরাটের (Virat Kohli) মার্কশিটের সব সাবজেক্টের শেষে লাল ওরফে স্পোর্টস লেখা রয়েছে এবং তারাও পাশে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া, যা দেখে সম্ভবত বোঝা যাচ্ছে এটা এডিট করা। স্বয়ং কোহলিই (Kohli) হয়তো এডিট করেছেন। আসলে তিনি যে বিষয়টি বোঝাতে চেয়েছিলেন তা হল খেলাধুলা তখন স্কুলের কাছে ছিল গুরুত্বহীন। এই বার্তার ইঙ্গিত পাওয়া যায় বিরাট কোহলির ক্যাপশন দেখে। তিনি লিখেছেন, “মজার বিষয় হল, মার্কশিটে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি; চরিত্র গঠনে সেগুলিই অনেকসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’

Virat Kohli

৩১শে মার্চ থেকে আইপিএল শুরু হতে চলেছে আর বিরাট তার দলের সাথে আরসিবির (RCB) হয়ে মাঠে নামার প্রস্তুতিতে মগ্ন। টুর্নামেন্টের তৃতীয় দিনে অর্থাৎ ২ রা এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের অভিযান শুরু করবে। তাদের প্রতিপক্ষ হতে চলেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আরসিবি ইডেনে তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে ৬ এপ্রিলে এবং ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে কলকাতা নাইট রাইডার্স (KKR)।

Share