Skip to content

গণতন্ত্র এর অবনতি! মোদী জমানায় গণতন্ত্রের তালিকায় নীচে নামলো ভারতের স্থান

গণতন্ত্র সফলতার নিরিখে ভারতের স্থান বিশ্ব তালিকায় আরও নিচে নেমে গেল। Civil rights এর নিরিখে মার্কিন সংস্থা এর রিপোর্ট অনুযায়ী, ভারতের সম্পর্কে ‘আংশিক মুক্ত’ লেখা হলো।

এই ‘আংশিক মুক্ত’ তালিকায় ভারত 1997 সালের পর এই প্রথমবার ঢুকলো। তার সাথে সাথে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে 2014 সালের পর নরেন্দ্র মোদী সরকারের আসার পর থেকেই অবনতি ঘটেছে।

 

গণতন্ত্র

মার্কিন সংস্থা ‘freedom house’ এ রিপোর্ট অনুযায়ী বিশ্বের গণতান্ত্রিক দেশের রাজনৈতিক ও নাগরিক অধিকার দেওয়ার ক্ষেত্রে কোন গণতন্ত্র কতটা এগিয়ে তা নিয়ে এই রিপোর্ট পেশ করা হয়েছে। এই ফ্রিডম হাউস সংস্থা মার্কিন প্রশাসনের আর্থিক সাহায্যে চলে।

সংস্থার রিপোর্টে স্পষ্ট দাবি করা হয়েছে যে ভারতে মুসলিমদের উপর আক্রমণ ও বৈষম্য বেড়েই চলেছে। এছাড়াও দিল্লির দাঙ্গা ও পরিচয় শ্রমিকদের দুর্দশার প্রসঙ্গ উঠেছে।

 

Modi Amit Shah

মার্কিন সংস্থার তরফ থেকে প্রকাশিত এই তালিকায় ভারত ও তার সাথে আরও 73 টি দেশ তালিকা থেকে নিচে নেমেছে।

Share