ভারত বর্ষ বিশ্বের প্রথম জনবহুল দেশ। এত কোটি কোটি মানুষ প্রতিনিয়ত এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য বেছে নেয় রেল মাধ্যমকে (Indian Railways)। সুলভে একসঙ্গে প্রায় কয়েক হাজার মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সক্ষম ভারতীয় রেল (Indian Railways)। তাই শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের প্রত্যেকটি বড় বড় দেশের মানুষের কাছে প্রধান পছন্দের গণপরিবহন এই রেল।
কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন পৃথিবীর এমন অনেক দেশ রয়েছে যেখানে রেল পরিষেবা এখনো পর্যন্ত পৌঁছায়নি বা বলা ভালো রেল পরিষেবা নেই সেই সমস্ত দেশে। আবার কোন কোন দেশে রেল পরিষেবা চালু করা হয়েছিল কিন্তু অর্থের অভাবে বা প্রাকৃতিক কারণে বন্ধ করে দেওয়া হয়েছে রেল পরিষেবা। আবার কোন কোন দেশে রেল পরিষেবা চালু হবার পর সেই দেশের মানুষ আগ্রহ দেখায়নি এই পরিষেবা গ্রহণ করার জন্য তাই স্বাভাবিকভাবেই রেল পরিষেবা বন্ধ করে দিতে হয়েছে।
বিশ্বজুড়ে যে কটি ছোট ছোট দ্বীপ রাষ্ট্র রয়েছে সেই সবকটিতেই প্রায় মোটামুটি রেল পরিষেবা থাকে না। যাত্রীসংখ্যা বেশি না হওয়ার কারণে এই স্থানগুলিতে রেল পরিষেবা শুরু করা যায়নি। এই দেশ গুলির মধ্যে অন্যতম হলো আইসল্যান্ড, যেখানে প্রবল ঠান্ডা কারণে রেল পরিষেবা শুরু করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: চিন্তার দিন শেষ, এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও GPay, PhonePe থেকে পাঠানো যাবে টাকা
এই তালিকায় রয়েছে, মাল্টা বা সাইপ্রাসের মতো বেশ কিছু দেশ, যে সমস্ত দেশে রেল পরিষেবা চালু হলেও যাত্রী না থাকার কারণে তা বন্ধ করে দিতে হয়। জানলে অবাক হয়ে যাবেন, ভুটান, অ্যান্ডোরা, ম্যাকাও, লিবিয়া, গিনি-বিসাউ, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, নাইজার, পাপুয়া নিউগিনি, রোয়ান্ডা, ভানুয়াতু, টোঙ্গা, টুভালু, ত্রিনিদাদ ও টোবাগো, সান মারিনো, সুরিনাম ও সলোমন আইল্যান্ডের মত দেশগুলিতে নেই রেল পরিষেবা।
আরও পড়ুন: ভারতের মধ্যেই রয়েছে বিশ্বের বৃহত্তম স্কুল, যেখানে পড়ুয়ার সংখ্যা ৬০ হাজার
তবে শুধুমাত্র দরিদ্র দেশ নয় বা অর্থের দিক থেকে কম শক্তিশালী দেশ নয় জানলে অবাক হবেন বিশ্বের এমন কিছু ধনুকবের দেশ রয়েছে যেখানেও কিন্তু রেল পরিষেবা নেই। কুয়েত, ওমান, কাতারে এখনো পর্যন্ত তৈরি করা হয়নি কোনো রেল পরিষেবা। এখানকার কোন মানুষ রেল পরিষেবার প্রতি আগ্রহ প্রকাশ না করার কারণে রেল পরিষেবা চালু করে রাখা বা শুরু করা সম্ভব হয়নি।