বড়ো পরিবার হোক কিংবা ছোট পরিবার সকলকে নিয়ে বহুদূর অথবা কাছাকাছি ভ্রমণ করার ক্ষেত্রেও বেশ আরামদায়ক মাধ্যম হল ট্রেন (Railway)। ট্রেনের আরও একটি বিশেষ সুবিধার জন্য যাত্রীরা ভ্রমণ করতে সুবিধা বোধ করেন, তা হল অতিরিক্ত ব্যাগ নিয়ে যাত্রা করার সুবিধা। কারণ বাসে কিংবা প্লেনে এত ব্যাগ নিয়ে যাত্রা করা সম্ভব নয়। তাই এই কারণে বেস্ট হল ট্রেন।
তবে এতদিন এই পরিষেবার সুবিধাকে সবাই নিজেদের ইচ্ছামত ব্যবহার করেছে। দূরে কোন গন্তব্য কিংবা কাছাকাছি কোনও গন্তব্যের জন্য ট্রেনে অনেক ব্যাগ বহন করে। তবে এবার ভারতীয় রেলে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এই বিষয়ে। যার প্রভাব যাত্রীদের উপর যথেষ্ট পড়বে। শোনা যাচ্ছে, এখন থেকে ট্রেনের ভেতর আর বড় বড় লাগেজ রাখতে পারবেনা মানুষ (People can no longer keep large luggage inside the train)।
এক একটি মানুষের অতিরিক্ত লাগেজের কারণে অন্যান্য যাত্রীদের লাগেজ রাখা থেকে শুরু করে বসার অসুবিধে এবং তা নিয়ে ঝামেলার সমস্যা মেটাতেই এবার শুরু হতে চলেছে এই নিয়ম। এবার লাগেজ বহনের সীমা নির্ধারণ করতে চলেছে রেল কর্তৃপক্ষ (The railway authorities are going to decide the baggage carrying limit)। স্পেনের কোচের ভেতর নির্ধারিত করা একমাত্র লাগেজগুলি নিয়ে যাওয়া সম্ভব হবে।
এই লাগেজ নির্ধারণের বিষয়টি বিভিন্ন করমের কোচে বিভিন্ন হবে। লাগেজ বহন নির্ধারণের মাত্রা অনুযায়ী এসি টু টায়ার যাত্রীরা ৫০ কেজি (AC two tier passengers 50 kg) পর্যন্ত এবং ৪০ কেজি পর্যন্ত স্লিপার ক্লাসের যাত্রীরা (Sleeper class passengers up to 40 kg) আর জীবন টায়ার যাত্রীরা ৭০ কেজি (Jeevan Tire passengers 70 kg)পর্যন্ত লাগেজ বহন করতে পারবে।
নির্ধারিত এই ওজনের অতিরিক্ত যদি লাগেজ নিয়ে আপনি যাতায়াত করেন তাহলে সে ক্ষেত্রে ট্রেনের নিয়ম অনুযায়ী আপনাকে উপযুক্ত জরিমানা দিতে হবে (Fines must be paid)।
এছাড়াও প্রসঙ্গত, যদি কোন গুরুত্বপূর্ণ কাজে আপনি অতিরিক্ত লাগেজ পরিবহন করতে বাধ্য হন, তাহলে যাত্রাপথে ধরা পড়লে আপনাকে ৬০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে (A fine of up to Rs.600 has to be paid)। তাই এবারে ট্রেনে ভারী ব্যাগ বহন করার আগে ওজনটির পরিমাপ করে নেবেন।