Skip to content

করোনার জেরে এই বছরের জন্য স্থগিত করা হলো আইপিএল

করোনার কবলে পড়ে ভারতবর্ষের অবস্থা এখন খুবই খারাপ। এমন পরিস্থিতিতে এই বছরের জন্য আইপিএল (IPL) খেলা বন্ধ করে দেওয়া হল। আইপিএল খেলা বন্ধ করার খবরটি এএনআই-কে জানালেন রাজীব শুক্ল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আইপিএলের চারটি দলের খেলোয়াড়রা করোনা আক্রান্ত হয়েছেন। এই কারণের জন্যই আইপিএলের সব কটি ম্যাচই স্থগিত করে দেওয়া হল।

Ipl

ইতিমধ্যে করোনার কবলে পড়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা, দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রও। এর আগে সংক্রমিত হয়েছিলেন একাধিক তারকা।গতকাল সংক্রমিত হলেন কেকেআর-এর বরুণ চক্রবর্তী। এছাড়াও সংক্রমিত হয়েছিলেন সন্দীপ ওয়ারিয়রও।

Ipl

Ipl

আইপিএল (IPL) খেলা বন্ধ রাখার নির্দেশ দিতে গিয়ে বলা হয়েছে যে বিসিসিআই খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও আইপিএল খেলার সাথে জড়িত স্টাফদের স্বাস্থ্য ও সুস্থতার কথা মাথায় রেখে ২০২১ সিজিনের আইপিএল খেলা স্থগিত রাখা হল। করোনার কালে ভারতের অবস্থা খুবই খারাপ। তাই এই সময় মানুষের মন ভালো রাখার জন্য খেলার মত বিনোদনের আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্ট এখন স্থগিত হয়ে গেছে তাই প্রত্যেকেই তাঁর প্রিয়জনদের কাছে ফিরে যাবেন। খেলোয়াড়রা যাতে সুষ্ঠ ভাবে ঘরে ফিরতে পারেন সেই বিষয়ে লক্ষ্য রাখবেন বিসিসিআই কর্তৃপক্ষ।

Share