Skip to content

চীনকে বড় ঝাটকা! বিগত ১০ বছরের রেকর্ড ভেঙ্গে দীপাবলিতে ১,২৫,০০০ কোটি টাকার ব্যবসা করল ভারত

দীপাবলি উৎসব ভারতে খুব ধুমধাম করে পালন করা হয় প্রতিবছর। তবে কিছুদিন আগে দীপাবলি উৎসব হিন্দুদের কেমনভাবে উদযাপন করা উচিত তা নিয়ে ব্যাপক জ্ঞান দিয়েছিল কিছু বুদ্ধিজীবীবর্গ। যার পর হিন্দুদের প্রতিক্রিয়া সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে। বর্তমানে CAIT অর্থাৎ কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এক রিপোর্ট প্রকাশ করেছে।

Dewali

এই রিপোর্ট অনুযায়ী, এই বছর দীপাবলিতে ১,২৫,০০০ কোটি টাকার সামগ্রী বিক্রি হয়েছে। যা দেখার পর বুদ্ধিজীবীদের রাতের ঘুম উড়ে গিয়েছে। এইবছর CAIT বিগত ১০ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। ২০১৬ সালে রিটেল শপ থেকে মোট সেল ছিল ৩০ হাজার কোটি টাকা। ২০১৭ সালে এই সেল ছিল ৪৩ হাজার কোটি টাকা। ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে সেল ছিল যথাক্রমে ৫০ হাজার কোটি, ৬০ হাজার কোটি ও ৭০ হাজার কোটি। এখন সমস্ত রেকর্ড ভেঙে এইবছর সেই সেল পৌঁছেছে ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকায়।

Dewali festival

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফে জানানো হয়েছে, দীপাবলিতে মাটির প্রদীপ, মোমবাতি, পেপার ল্যাম্প, লাইট ইত্যাদির ব্যাপক চাহিদা থাকার ফলে দেশীয় ব্যবসায়ীদের দারুন লাভ হয়েছে। এছাড়াও অন্যবারের তুলনায় এবছর ঘর সাজানোর জিনিসপত্র, মিষ্টি, জামাকাপড়, জুতো প্রভৃতির বিক্রি ব্যাপক হয়েছে। CAIT আরো জানিয়েছে যে, এবছর দীপাবলিতে দেশে ৯০০০ কোটি টাকার সোনারূপোর গয়না বিক্রি হয়েছে।

Dewali

এই সূত্রে জানিয়ে রাখা ভালো, CAIT অর্থাৎ কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স হল ৭ কোটি ব্যবসায়ীদের একটি প্রতিনিধিত্বকারী সংস্থা। এই সংস্থা আরও জানিয়েছে যে, বিগত বছরে করোনা অতিমারির ফলে ব্যবসায় দারুন ক্ষতি হয়েছে। তবে এই রিপোর্ট আসার পরে মনের মধ্যে নতুন আশা জেগেছে। এই রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র দিল্লি একা এবছর দীপাবলিতে ২৫ হাজার কোটি টাকার ব্যবসা করেছে।

Share