Skip to content

ভারতীয় স্মার্টফোন প্রেমীদের জন্য বড় ঝাটকা, বাজারে মিলছে না ফোন

সম্প্রতি নামিদামি অটোমোবাইল সংস্থাগুলি পড়েছে ঘোরতর বিপাকে। বন্ধ হতে চলেছে এই সমস্ত সংস্থা গুলি। সম্প্রতি যন্ত্রাংশ সর্টেজের কারণে বড়োসড়ো সমস্যার সম্মুখীন হতে চলেছে এই সমস্ত অটোমোবাইল সংস্থাগুলি। এসমস্ত নামিদামি কোম্পানির সম্প্রতি বড় লোকসানের মুখ দেখছে। কারণ ইতিমধ্যেই বেশ কিছু বড় বড় অটো মোবাইল কোম্পানিগুলির প্রোডাকশন রীতিমতো অর্ধেক হয়ে গেছে । তার ফলেই ভারতের মধ্যেও স্মার্টফোন এর আমদানি কম হচ্ছে।

স্মার্টফোন

ফলে ভারতীয় নাগরিকেরা স্মার্ট ফোন ব্যবহার করার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। বর্তমানে ভারতীয় রিটেল অথবা অনলাইনে স্যামসাং, অ্যাপেল ,রেডমি নামক বড় বড় সংস্থা স্মার্টফোনে মিলছে না । মার্কেট থেকে এদের প্রোডাকশন একদমই প্রায় বিলুপ্ত হয়ে গেছে।প্রতিবছরের মতো এবছরও দীপাবলি তে গ্রাহকদের কাছে স্মার্টফোনের চাহিদা অত্যন্ত বেশি ছিল ।

স্মার্টফোন

কিন্তু এই দীপাবলি সময় কোন রকম ভাবে গ্রাহকদের যোগান মেটাতে পেড়েছে এই সংস্থাগুলি । একথা নিজের মুখে স্বীকার করেছেন কাউন্টার পয়েন্টেড রিসার্চ এক্সিকিউটিভ তরুণ পাঠক । দিপাবলীর পর গ্রাহকদের স্মার্টফোনের চাহিদা অনেকটাই কম ছিল। প্রায় আগের থেকে ৩০ থেকে ৪০ শতাংশ চাহিদা রয়েছে বাজারে । কিন্তু তাহলেও এই চাহিদা মেটাতে পারছে না সংস্থাগুলি । বর্তমান পরিস্থিতিতে এমন হয়েছে গ্রাহকদের পছন্দমত স্মার্টফোন মাত্র কুড়ি থেকে তিরিশ শতাংশ চাহিদা মেটাতে পারছে এই কোম্পানিগুলো। বর্তমানে গ্রাহকদের চাহিদার থেকে জোগান অত্যন্ত কম।

 

বর্তমানে অটোমোবাইল সংস্থাগুলির যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভবিষ্যতে যদি এরকম চলতে থাকে তাহলে বিশেষজ্ঞদের মতে ত্রৈমাসিক ক্ষেত্রে বড় ধাক্কা খেতে চলেছে এই সমস্ত কোম্পানিগুলি । মূলত বর্তমানে বিশ্বব্যাপী যে চিপ শর্টেজের সমস্যা চলছে তার ফলেই সংস্থাগুলির ধাক্কা খাচ্ছে। বিশেষজ্ঞরা এ কথাও বলেছেন কবে যে এই যন্ত্রাংশের অভাব মিটবে কথা সঠিকভাবে বলা যাচ্ছে না ।

তবে ভবিষ্যতে যদি এরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে আরও বড় সমস্যার মুখে পড়বে এই অটোমোবাইল কোম্পানি গুলি। অনেকে আবার এমনটাও মনে করছেন এ বছরের শেষ পর্যন্ত এই রকম টানাপোড়েন চলতে পারে। গ্রাহকেরা তাদের পছন্দমতো স্মার্টফোন হয়তো পেতে নাও পারেন এই বছরের শেষ অব্দি।

 

মূলত স্যামসাং ,রেডমি এবং অ্যাপেল ও শাওমি এই সমস্ত অটোমোবাইল সংস্থাগুলি যোগান দিয়ে উঠতে পারছে না । Redme Note 10 pro, Redme note 10 pro max, Redmi 10 prime, Redme note 10T G5, এবং MI 10I মূলত এই সমস্ত মডেলগুলি বর্তমানে অভাব বেশি রয়েছে। তবে রিটেল মার্কেট এর সাথে সাথেই অনলাইন প্ল্যাটফর্মেও এসমস্ত মডেল গুলি পাওয়া যাচ্ছে না। স্যামসাং এর ক্ষেত্রে এম এবং এস সিরিজের মডেলগুলো চাহিদার তুলনায় যোগান অত্যন্ত কম। এছাড়া অনলাইন প্লাটফর্ম ফ্লিপকার্টে অ্যাপেলের আইফোন এর বেশ কয়েকটি মডেল অমিল।

Share