আমদানি ও রপ্তানির ওপর কোন দেশের অর্থনৈতিক মাপকাঠি পরিলক্ষিত করা হয়। করোনা মহামারী এর প্রভাব ভারতের (India) অর্থনীতিতে চরমভাবে পড়ে এবং আমদানি রপ্তানি কমে যায়। তবে ভারত এই পরিস্থিতি থেকে নিজেকে ধীরে ধীরে সামলে নিতে সক্ষম হয়েছে। গত কয়েক মাসে আমদানি ও রপ্তানির হার বৃদ্ধি পেয়েছে। এর ফলে অর্থনীতি ও ধীরে ধীরে চাঙ্গা হতে চলেছে।
বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আমাদের দেশ রপ্তানিতে নতুন রেকর্ড স্পর্শ করেছে। তিন মাসে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 101.89 বিলিয়ন ডলার। শুধু এই নয়,সেপ্টেম্বর মাসেই রপ্তানির পরিমাণ 33.44 বিলিয়ন ডলার। গত জুলাই মাসে রপ্তানির পরিমাণ সর্বাধিক ছিল। শুধু জুলাই মাসে ভারতে রপ্তানির পরিমাণ ছিল 35.17 বিলিয়ন ডলার। তবে আগস্ট মাসে রপ্তানির হার কিছুটা কমে হয় 33.28 বিলিয়ন ডলার। এবং গত সেপ্টেম্বর মাসে রপ্তানির হার আরও বেড়েছে যা ভারতীয় অর্থনীতির জন্য সুখবর।
বাণিজ্যমন্ত্রক এর তরফ থেকে জানানো হয়েছে, ভারত সরকার চলতি অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা স্থির করেছে 197 বিলিয়ন ডলারের। এর মধ্যে আমাদের দেশ 100 বিলিয়ন ডলার এর মার্জিন ছুয়ে ফেলেছে। আশা করা যাচ্ছে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা খুব জলদি পূরণ হবে এবং আমাদের দেশ অর্থনীতিতে আরো উন্নতি করবে।