Skip to content

এই প্রতিযোগিতায় কেন্দ্র সরকারের কাছ থেকে পেয়ে যাবেন ২.২৫ লক্ষ টাকা, বিস্তারিত জানতে

‘তামাক ক্যান্সারের কারণ’ এই লেখাটি আমরা প্রায়ই দেখতে পাই। সাধারণ মানুষকে তামাক (tobacco) এর ক্ষতিকারক দিক গুলি বোঝানোর জন্য এবং সচেতনতা গড়ে তোলার জন্য কেন্দ্র সরকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনি 2.5 লক্ষ টাকা পর্যন্ত জেতার সুযোগ পেতে পারেন। আসুন কি এই প্রতিযোগিতা এবং কত টাকার প্রাইজ রয়েছে তা সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কেন্দ্র সরকার এর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে 2.5 লক্ষ টাকা পুরষ্কার জেতার জন্য প্রতিযোগীকে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

•••প্রথম প্রতিযোগিতা টির বিষয় সম্বন্ধে জেনে নেওয়া যাক।

1)শর্ট ফিল্ম তৈরি প্রতিযোগিতা।

তামাক মানব শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক সেই বিষয়ের উপর আলোকপাত করে World No-Tobacco Day,2021 উপলক্ষে একটি শর্টফিল্ম তৈরি করতে হবে। এই শর্টফিল্ম এর সময়সীমা 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মধ্যে হতে হবে। এর থেকে বেশি অথবা কম হলে চলবে না।

•এই প্রতিযোগিতায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য ছাড়া 18 বছরের উর্ধ্বে দেশের সমস্ত নাগরিক অংশগ্রহণ করতে পারবেন।

•পুরস্কার:-

প্রথম পুরস্কার :- 2,00,000 টাকা।
দ্বিতীয় পুরস্কার:- 1,50,000 টাকা।
তৃতীয় পুরস্কার:- 1,00,000 টাকা।

•প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময়সীমা:-

প্রতিযোগিতা গত 31 মে 2021 থেকে শুরু হয়েছে এবং জমা দেয়ার শেষ তারিখ আগামী 30 জুন 2021।

https://www.mygov.in/task/short-film-making-contest 👈 এই লিংকটি ক্লিক করে আপনি প্রতিযোগিতা সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারেন।

কেন্দ্র সরকার

কেন্দ্র সরকার

•••এখন জেনে নেওয়া যাক দ্বিতীয় প্রতিযোগিতাটির সম্বন্ধে।

2) প্রবন্ধ রচনা প্রতিযোগিতা।

World No-Tobacco Day,2021 উপলক্ষে দ্বিতীয় প্রতিযোগিতাটি হলো প্রবন্ধ রচনা।অর্থাৎ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে প্রবন্ধ লিখতে হবে। 1000 শব্দের মধ্যে প্রবন্ধ টি লিখতে হবে। 1000+ শব্দ হয়ে গেলে সেটিকে রিজেক্ট করা হবে।

•অষ্টম ,নবম দশম ,একাদশ, দ্বাদশ এবং কলেজের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

পুরস্কার:-

পুরস্কার স্বরূপ প্রতিযোগিতা 25 হাজার টাকা পর্যন্ত জিততে পারে।

প্রবন্ধ জমা দেওয়ার শেষ তারিখ।
18 জুন 2021।

https://www.mygov.in/task/essay-writing-competition/ 👈 এই লিংকে ক্লিক করে প্রবন্ধ সম্বন্ধে প্রতিযোগিতায় টির বিস্তারিত জেনে নিতে পারবেন।

Share