গরমের দাবদাহে গোটা দক্ষিণবঙ্গ জ্বলছে। তাপমাত্রার পারদ দিনদিন উপরে উঠছে এবং রেকর্ড করছে। মানুষ থেকে পশু সকলেই এই গরমে নাজেহাল। তবে আলিপুর আবহাওয়া দপ্তর শোনাচ্ছে একটু স্বস্তির খবর। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে রবিবার আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। আসুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া যাক।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী 24 ঘন্টার 30 শে এপ্রিল কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার,দার্জিলিং, জলপাইগুড়ি তে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের বাকি তিনটি জেলা এর আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 1 ই মে উল্লিখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্তা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদহে,উত্তর ও দক্ষিণ দিনাজপুর এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা সেরকম বড় কোনো পরিবর্তন হবে না। তবে 2,3°C এর পরিবর্তন হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার অর্থাৎ আগামী 30 এপ্রিল দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে শনিবার দুপুর দিক থেকে আকাশ মেঘলা হবে এবং রবিবার অর্থাৎ 1 ই মে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে ই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তাপমাত্রা আগামী 24 ঘণ্টায় 2-3°C বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে।
• এবার জেনে নেওয়া যাক যে সমস্ত জেলায় তাপমাত্রা 42°C পার করেছে।
আবহাওয়া দপ্তরের দেওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার তিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42°C ওপরে। এর মধ্যে বাঁকুড়ায় 42.4°C (+4.5), পুরুলিয়ায় 44.3°C (+6.5), ঝাড়গ্রামে 42°C (+4.5)।
শহর কলকাতার আবহাওয়া।
আপাতত গত কয়েকদিন কলকাতাবাসীকে অস্বস্তিকর আবহাওয়া সহ্য করতে হবে। আগামী 24 ঘন্টায় বাতাসে আর্দ্রতা থাকবে 85 শতাংশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 37 ও 28°C। আজ কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6°C যা স্বাভাবিকের থেকে 3° বেশি। তবে রবি থেকে মঙ্গলবার এর মধ্যে কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এক ঝলকে দেখে নেওয়া যাক উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা
- আসানসোল ( 27.3°C)
- বহরমপুর ( 27°C)
- বাঁকুড়া (27.1°C)
- বর্ধমান ( 25.6°C)
- কোচবিহার (23.4°C)
- দার্জিলিং (14°C)
- দিঘা ( 27.5°C)
- কলকাতা (28.5°C)
- মালদহ ( 25.9°C)
- শিলিগুড়ি ( 25.1°C)
- শ্রীনিকেতন (26.8°C)