বর্তমানে মোবাইল ও মোবাইল এ রিচার্জ ছাড়া দিন চলা দায়। এখন আমরা প্রায় সকল ই মোবাইলে আনলিমিটেড রিচার্জ করে থাকি। তবে এখনো এমন অনেক মানুষ আছেন যারা সস্তার রিচার্জ করে থাকেন অর্থাৎ আনলিমিটেড রিচার্জ করেন না। এইসব গ্রাহকরা এতদিন 49 টাকার সর্বনিম্ন রিচার্জ প্লান রিচার্জ করে আসতো। তবে দেশের বৃহত্তম টেলিকম সংস্থাগুলি এই সমস্ত গ্রাহকদের জন্য নিয়ে এলো দুঃসংবাদ।
কি এই দুঃসংবাদ আসুন জেনে নেওয়া যাক।
বর্তমানে দেশের তিনটি বৃহৎ টেলিকম কোম্পানি Reliance jio, Airtel এবং Vi এর যৌথ সিদ্ধান্ত অনুযায়ী 100 টাকার নিচের আর কোনো রি-চার্জ প্ল্যান এ SMS পরিষেবা দেওয়া হবে না। অর্থাৎ আগে এইসব টেলিকম কোম্পানি গুলি যে 100 টি করে SMS অফার করত তা তুলে নেওয়া হল। আর আপনি কোন ক্ষেত্রে মোবাইল থেকে SMS পাঠাতে পারবেন না 100 টাকা কম এর রিচার্জ গুলিতে। বর্তমান দিনে SMS এর গুরুত্ব কমে গেলেও বেশ কিছু ক্ষেত্রে এখনো SMS পরিষেবা অত্যন্ত জরুরী রয়েছে। যেমন ধরুন অনলাইন লেনদেনের ক্ষেত্রে মোবাইলে ভেরিফিকেশন করার জন্য SMS pack থাকা আবশ্যক। SMS pack না থাকলে আপনার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে না।
অন্যদিকে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel ইতিমধ্যে তাদের 49 টাকার রিচা’র্জ প্ল্যান তুলে নিয়েছে। সে জায়গায় নতুন প্ল্যান এনেছে 79 টাকার। অর্থাৎ যেসব গ্রাহকরা এতদিন 49 টাকার রিচা’র্জ করে আসতো তাদের জন্য এটি একটি বড় দুঃসংবাদ। তাদেরকে 79 টাকা রিচার্জ করতে হবে। তবে এই 79 টাকা তেও শান্তি নেই। কারণ এই প্ল্যান এও আপনাকে SMS পরিষেবা দেওয়া হবে না। SMS পাঠানোর জন্য রিচার্জ করতে হবে 100 টাকার উপরে রিচা-র্জ প্ল্যান গুলি।
এছাড়া রিলায়েন্স জিও তার গ্রাহকদের 100 টাকার কম রি’চার্জ গুলিতে SMS সার্ভিস দিচ্ছে না। 98 টাকার একটি রি-চার্জ প্ল্যান রয়েছে যেখানে আপনাকে আনলিমিটেড ভয়েস কলিং ও ডেটা দেওয়া হলেও দেওয়া হবে না SMS সার্ভিস। তার জন্য আপনাকে রি-চার্জ করতে হবে কমপক্ষে 149 টাকা। এই পরিপ্রেক্ষিতে Reliance jio, Airtel ও Vi এর গ্রাহক সেবা প্রতিনিধি দের (customer care) কল করলে তারা জানিয়েছে এই SMS পরিষেবা পেতে হলে গ্রাহকদের 100 টাকার উপর প্লান রি’চার্জ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন সাধারণ মানুষের জন্য আমি একটি দুঃসংবাদ!