Skip to content

পোস্ট অফিসের এই 9টি দুর্দান্ত স্কিমে বিনিয়োগ করে হয়ে যান লাখপতি, পাবেন আকর্ষণীয় সুদ

বর্তমানে সাধারণ মানুষ তাদের অর্থ সবচেয়ে সুরক্ষিত যে জায়গায় মনে করেন সেটি হল পোস্ট অফিস(post office)। পোস্ট অফিসে বেশ কিছু সেভিং স্কিম রয়েছে যার আওতায় আকর্ষণীয় সুদ (interest) দেওয়া হয়ে থাকে,। আসুন এক এক করে পোস্ট অফিসের সব রকমের সেভিং স্কিম ও তার থেকে দেওয়া সুদ ও কত বছরে আপনার টাকা দ্বিগুণ হবে সেই সম্পর্কে আলোচনা করে নেওয়া যায়।

• পোস্ট অফিসে এক বছর থেকে তিন বছরের টাইম ডিপোজিট(TD) এ 5.5 শতাংশ হারে সুদ দেওয়া হয়। এই সেভিংস স্কিম এর টাকা বিনিয়োগ করলে 13 বছরে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে।

• পাঁচ বছরের টাইম ডিপোজিট এ 6.7 শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে। এই সেভিং স্কিম এ টাকা বিনিয়োগ করলে 10.75 বছরে টাকা দ্বিগুণ হয়ে যাবে।

• পোস্ট অফিসে সেভিংস একাউন্টে টাকা জমা করলে বছরে 4 শতাংশ হারে সুদ দেওয়া হয়। অর্থাৎ সেভিংস একাউন্টে টাকা রাখলে 18 বছর আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে।

• আপনি যদি পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিম এ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনাকে 5.8 শতাংশ হারে সুদ দেওয়া হবে। এই স্কিমে আপনার টাকা দ্বিগুণ হতে 12.41 বছর সময় লাগবে।

Post office

• পোস্ট অফিসের আরেকটি আকর্ষণীয় স্কিম হল মান্থলি ইনকাম স্কিম। এতে আপনাকে 6.6 শতাংশ হারে সুদ দেওয়া হবে, এবং আপনার টাকা দ্বিগুণ হতে 10.91 বছর সময় লাগবে।

• প্রবীণ নাগরিকদের জন্য পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম রয়েছে। এতে প্রবীণ নাগরিকরা টাকা বিনিয়োগ করলে 7.4 শতাংশ হারে সুদ দেওয়া হয়। এবং 9.73 বছরে টাকা দ্বিগুণ হয়ে যায়।

• পোস্ট অফিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম এ 7.1 শতাংশ হারে সুদ দেওয়া হয় এবং এই স্কিমের মেয়াদ 15 বছর। 10.14 বছরে আপনার বিনিয়োগ করা টাকা ডবল হয়ে যাবে।

• পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস স্কিম সার্টিফিকেট এ সুদের হার 6.8 শতাংশ। এই স্কিম এর মেয়াদ পাঁচ বছর। এছাড়াও এই স্কিমে যদি আপনি টাকা বিনিয়োগ করেন তাহলে আপনাকে ট্যাক্স ছাড় দেওয়া হয়ে থাকে। এছাড়াও আপনার টাকা 10.59 বছরে দ্বিগুণ হয়ে যাবে।

• পোস্ট অফিস কিষান বিকাশ পত্র স্কিমে সুদের হার 6.9 শতাংশ। এই প্রকল্পে টাকা বিনিয়োগ করলে 10 বছর 4 মাসে টাকা দ্বিগুণ হয়ে যাবে।

Post office

• পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি যোজনা তে সুদের হার 7.36 শতাংশ। স্কিম সাধারণত কন্যা সন্তানদের জন্য। এতে 9.47 বছরে টাকা দ্বিগুণ হয়ে যায়।

Share