আপনাদের প্রায় অনেকেরই যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন তাদের স্যালারি একাউন্ট(salary account) থাকে। আর আপনার যদি সেই স্যালারি একাউন্ট টি স্টেট ব্যাংকের(SBI) হয় , তাহলে আপনি অনেক সুবিধা পেয়ে যাবেন। তবে সেই অ্যাকাউন্ট টি জিরো ব্যালেন্স এর হলে সেই ক্ষেত্রে আপনি এই সুবিধাগুলো পাবেন না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেলারি একাউন্ট গ্রাহককে কি কি সুবিধা দিচ্ছে আসুন জেনে নেওয়া যাক।
•স্টেট ব্যাংক এর স্যালারি একাউন্ট থেকে আপনি বীমা পরিষেবা (insurance service), ব্যক্তিগত ঋণ (personal loan), গৃহঋণ (home loan), শিক্ষা ঋণ (education loan), এছাড়াও গাড়ি ক্রয়ের জন্য ঋণ নিতে পারেন। এবং এই ঋণ গুলির ক্ষেত্রে যে প্রসেসিং ফি আপনাকে দিতে হয় তাতে 50% পর্যন্ত ছাড় দেওয়া হয়।
•স্টেট ব্যাংক এর স্যালারি একাউন্ট থাকলে আপনি দুর্ঘটনাজনিত বীমা এর সুবিধা পেয়ে যাবেন।
•20 লক্ষ টাকা দুর্ঘটনাজনিত বীমা এছাড়া বিমান দুর্ঘটনায় ব্যক্তির প্রাণহানি হলে 30 লক্ষ টাকা পর্যন্ত কভার দেওয়া হয়।
•স্টেট ব্যাংক এর salary একাউন্ট গ্রাহকদের ওভারড্রাফট এর সুবিধা দেওয়া হয়, এক্ষেত্রে দুই মাসের বেতনের সমান অংকের ওভারড্রাফট পাওয়া যায়।
•এছাড়াও দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক গ্রাহকদেরকে 25 শতাংশ পর্যন্ত লকার চার্জ এ ছাড় দিয়ে থাকে।
এছাড়াও উপযুক্ত সুবিধা গুলি সম্পর্কে বিস্তারিত জানতে হলে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট
https://sbi.co.in/ সাইটে গিয়ে ভিজিট করতে পারেন।