Skip to content

পুরনো ২৫ পয়সার এই কয়েনটি থাকলে এখন আপনিও হতে পারেন দেড় লক্ষ টাকার মালিক, বিস্তারিত জানতে

আমাদের মধ্যে প্রায় অনেকেরই পুরনো কয়েন জমানোর শখ রয়েছে। পুরনো টাকা হোক বা কয়েন তার মূল্য বর্তমান দিনে অনেক বেশি। এইসব পুরনো দিনের কয়েন অথবা নোট বর্তমান দিনে অনেক মূল্যে নিলামে বিক্রি হচ্ছে। আপনার কাছে যদি পুরনো কয়েনের কালেকশন থেকে থাকে তাহলে এখনি খুঁজে দেখে নিন যে আপনার কাছে 25 পয়সার কয়েন আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেই পুরনো কয়েন বিক্রি করে আপনি হতে পারেন অনেক টাকার মালিক।

 

কারণ indiamart.com এমনই সুযোগ এনে দিয়েছে আপনার কাছে। ইন্ডিয়ামার্ট জানাচ্ছে, আপনার কাছে যদি 25 পয়সার পুরনো কয়েন থেকে থাকে তাহলে আপনি পেয়ে যেতে পারেন দেড় লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনাকে সেই কয়েন এর একটি স্পষ্ট ছবি তুলে ইন্ডিয়ামার্ট এর ওয়েবসাইটে আপলোড করতে হবে। এই কয়েন টি যেন রুপালি রঙের হয়। ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট এ ক্রেতা ও বিক্রেতার সাথে দরদামের বিশেষ সুবিধা রয়েছে।

25 old coin

25 paisa

অর্থাৎ আপনি আপনার পছন্দমত দরদাম করতে পারেন এই ওয়েবসাইটে। শুধু 25 পয়সায় নয়, এছাড়াও 5 পয়সা 10 পয়সা বিনিময় আপনি লাখ টাকা অর্জন করতে পারেন। একবার ভালো করে চেক করে দেখুন আপনার কালেকশনে যদি পাঁচ টাকা এবং দশ টাকার কয়েন এর পেছনে যদি বৈষ্ণব দেবীর ছবি থাকে তাহলে সেটি ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট এ বিক্রি করে প্রচুর টাকা আয় করতে পারেন।

Share