নতুন বছর অর্থাৎ 2022 সালের 1 ই জানুয়ারি থেকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক(IPPB) থেকে টাকা জমা ও তোলার উপর লাগতে চলেছে অতিরিক্ত চার্জ(charge)। Indian post এর তরফ থেকে জানানো হয়েছে যে আগামী 1 জানুয়ারি থেকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে 10 হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে টাকা জমা(deposit) করা যাবে কিন্তু এই সীমা অতিক্রম করলেই গ্রাহক কে দিতে হবে চার্জ।
ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, পোস্ট অফিসের বেসিক সেভিংস একাউন্ট (basic savings account) ছাড়া বাকি সেভিংস এবং কারেন্ট একাউন্টে মাসে 10000 টাকা পর্যন্ত বিনামূল্যে টাকা জমা করা যাবে এবং 10 হাজার টাকার বেশি জমা করলেই অতিরিক্ত সেই জমা করা টাকার ওপর নির্ধারিত চার্জ দিতে হবে। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে অতিরিক্ত জমা করা টাকার উপর কত টাকা চার্জ নেওয়া হবে।
আপনি যত টাকা অতিরিক্ত জমা করবেন তার ওপর ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (Indian Post payment Bank) 0.5 শতাংশ বাড়তি চার্জ নেবে। 10000 টাকার সীমা পেরিয়ে গেলে ন্যূনতম 25 টাকা চার্জ করা হবে।
এখন আসা যাক টাকা তোলার (withdrawal) ওপর কিরকম নিয়ম লাগতে চলেছে। পোস্ট অফিসের বেসিক সেভিংস একাউন্ট (basic savings account) ছাড়া বাকি সেভিংস এবং কারেন্ট একাউন্টে মাসে 25 হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে টাকা তোলা যাবে এবং 25 হাজার টাকার বেশি টাকা তুললেই অতিরিক্ত সেই তোলা টাকার ওপর নির্ধারিত চার্জ দিতে হবে।
আপনি যত টাকা অতিরিক্ত তুলবে(withdrawal) তার ওপর ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (Indian Post payment Bank) 0.5 শতাংশ বাড়তি চার্জ নেবে। 25 হাজার টাকার সীমা পেরিয়ে গেলে ন্যূনতম 25 টাকা চার্জ করা হবে। তবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বেসিক সেভিংস একাউন্টে নগদ টাকা জমা করার ওপর কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ করে নি। কিন্তু মাসে কতবার টাকা তোলা যাবে তা বেঁধে দেওয়া হয়েছে। মাসে চারবার আপনি বিনামূল্যে টাকা তুলতে পারবেন। 4 বার এর সময় সীমা পেরিয়ে গেলে 0.5 শতাংশ হারে ন্যূনতম 25 টাকা চার্জ দিতে হবে গ্রাহককে।