Skip to content

RBI এর নতুন নিয়ম! ATM-এ টাকা না থাকলে দিতে হবে বড়োসড়ো জরিমানা

আরবিআই(RBI) সমস্ত ব্যাংক গুলিকে দিল কঠোর নির্দেশ। এটিএম (ATM) নগদ শূন্য হয়ে পড়লে ব্যাঙ্ককে দিতে হবে জরিমানা। কখনো কখনো এটিএম এ টাকা না থাকার কারণে বিপদে পড়তে হয় সাধারণ মানুষকে। সেই অসুবিধা থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য আরবিআই(RBI) জারি করল কড়া নির্দেশ। সম্প্রতি রিজার্ভ ব্যাংক জানিয়েছেন সমস্ত ব্যাংকে এটিএম-এ (ATM) টাকা থাকা বিষয়টি নিশ্চিত করতে হবে।

ATM

আরবিআই ব্যাংক গুলিকে এটিএম (ATM) পরিচালনার জন্য পরিকাঠামো আরও মজবুত করার নির্দেশ দিয়েছেন। ব্যাংক-ই নয়, একাধিক নেটওয়ার্ক অর্থাৎ ‘হোয়াইট লেবেল এটিএম অপারেটার্স’, সকলকে মেনে চলতে হবে এই নিয়ম। ১০ ঘন্টার বেশি এটিএম-এ টাকা না থাকলে জারি করা হবে জরিমানা। সাধারণ মানুষকে বিপদে পড়তে না হয়, তাই রিজার্ভ ব্যাঙ্ক এই নির্দেশ জারি করেন।

ATM

রিজার্ভ ব্যাংকের নির্দেশ স্পষ্ট বলা হয়েছে, এটিএমের ‘ডাউন টাইম’ অর্থাৎ সেটি কতক্ষণ নগদ শূন্য থাকছে তা নিয়মিত জানাতে হবে। এটিএম শূন্য হয়ে গেলে সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই শীঘ্রই এই নিয়ম চালু করা হবে।এই নিয়ম চালু হতে চলেছে পয়লা অক্টোবর অর্থাৎ ১ অক্টোবর থেকে। নিয়ম অনুসারে, মাসে ১০ ঘণ্টার বেশি এটিএম এ টাকা না থাকলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। যাতে তেমন না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে।

Share