Skip to content

শুধুমাত্র এই কারণ-এর জন্যই আগামী সেপ্টেম্বর মাস থেকে একাধিক মানুষের বন্ধ হয়ে যেতে পারে রেশন পরিষেবা

সমগ্র দেশে ইতিমধ্যে ‘এক দেশ এক রেশন কার্ড’ (Ration card) প্রকল্প চালু হয়ে গেছে। জোর কদমে চলছে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক এর প্রক্রিয়া। এই লিঙ্ক প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলে মিলবে না রেশন সামগ্রী। ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-এর প্রতিবেদন অনুযায়ী, রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক না থাকার জন্য আগামী মাস থেকে উত্তরাখণ্ডের হলদোয়ানির কমপক্ষে নয় হাজার পরিবারের রেশন বন্ধ হয়ে যেতে পারে।

রেশন কার্ডের (Ration card) সাথে আধার কার্ড লিঙ্ক প্রক্রিয়া বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। কিন্তু তবুও হলদোয়ানির বহু পরিবার এই লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন করে নি। আর এই কারণেই তাদের রেশন দেওয়া বন্ধ করা হতে পারে। হলদোয়ানির প্রশাসনের তরফ থেকে আপাতত মৌখিকভাবে সেই এলাকার মানুষজন কে জানানো হয়েছে যে যেসব পরিবারের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক নেই তাদের এসব সামগ্রী দেওয়া বন্ধ করে দেওয়া হবে আগামী মাস থেকে।

Ration

Ration

অন্যদিকে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে রেশন আধার সংযুক্তিকরণ প্রক্রিয়া আরো সহজ করে দেওয়া হয়েছে। এখন থেকে রাজ্যের মানুষ দেশের যেকোন প্রান্তে থেকে এই সংযুক্তিকরণ প্রক্রিয়া করতে পারবে।নবান্ন সূত্রে খবর, আপাতত রাজ্যে 10 কোটি 32 লাখ মানুষের রেশন কার্ড আছে। 16 লাখ উপভোক্তার রেশন কার্ড নিষ্ক্রিয়(deactive) হয়ে গিয়েছে। ইতিমধ্যে আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণের প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছেন প্রায় 6.5 লাখ মানুষ।

অন্যদিকে রাজ্যের যে সকল মানুষজন এখনো রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক প্রক্রিয়া করতে পারেনি সেদিকে রাজ্য সরকার নজর রাখছে। যাতে রাজ্যবাসী কোন সমস্যা ছাড়াই এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারে সেই জন্য এখন থেকে রাজ্যবাসী দেশের যেকোন প্রান্ত থেকে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে। এই প্রক্রিয়া করার জন্য রাজ্যে আসতে হবে না। এতে সাধারণ মানুষের সমস্যা অনেকটাই কমে গেছে। বর্তমানে রাজ্য সরকারের একটাই লক্ষ্য দ্রুত রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করা।

Share