Skip to content

হারিয়ে যাওয়া ফোন খুঁজে বের করতে ব্যবহার করুন এই পদ্ধতি

বিজ্ঞানের এক আশ্চর্যজনক আবিষ্কার হল স্মার্টফোন। বর্তমান দিনে স্মার্ট ফোন ছাড়া এক মুহূর্ত থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ওদের চোখে পড়ে আট থেকে আশি সকলের হাতে স্মার্টফোন। দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রয়োজনীয় ডকুমেন্টস, ব্যক্তিগত ডাটা, ব্যাংক সম্পর্কিত ডকুমেন্ট, শিক্ষাসংক্রান্ত ডকুমেন্ট ছাড়াও আরো অনেক কিছু আমাদের এখন এই স্মার্টফোনে থাকে। তা থেকেই আমরা স্মার্টফোনের গুরুত্ব বুঝতে পারছি। স্মার্টফোনের গুরুত্ব বিচার করে অ্যাপেল (apple) ও গুগলের (google) মত সংস্থাগুলি গ্রাহকদের মোবাইল অর্থাৎ স্মার্ট ফোন এর চুরি (Track lost mobile) এবং ক্ষতি রুখতে এই সমস্ত সংস্থাগুলি Find’ My’ সিস্টেম এর শুরু করেছে।

Track lost mobile

 

আসুন এখন জেনে নেওয়া যাক কিভাবে চুরি হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া স্মার্টফোনগুলো যদি না ফিরে পান তাহলে কিভাবে আপনার স্মার্টফোনের সমস্ত ডেটা গুলি কিভাবে মুছে ফেলতে পারবেন।

সর্বপ্রথম স্মার্টফোন ব্যবহারকারীদের গুগোল একাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। তারপর মোবাইল ডাটা অথবা ওয়াইফাই (Wifi) ডাটার সাথে সংযুক্ত থাকতে হবে এবং তার সাথে সাথে গুগল প্লে স্টোর এ (google play store) অবশ্যই দৃশ্যমান হতে হবে। এবং ডিভাইসটির (device) লোকেশন অন থাকতে হবে। এই সমস্ত প্রক্রিয়া গুলি যদি ডিভাইসে অন থাকে তাহলে ব্যবহারকারীকে android.com/find ওয়েবসাইটে গিয়ে গুগোল একাউন্ট সাইন ইন করতে হবে।

Mobile

 

উপরের এই প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনার ডিভাইস এর ব্যাটারি তথ্য, সক্রিয় ওয়াইফাই, এমনকি শেষ অবস্থানও দেখতে পাবেন। মোবাইলটি অথবা হ্যান্ডসেটটির সহজে খুঁজে পাওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য একটি শব্দ বাজানোর বিকল্প রয়েছে। এইশব্দ বাজিয়ে যদি কাছাকাছি কোথাও মোবাইলটি থেকে থাকে তাহলে আপনি খুঁজে পাবেন।

এবং স্মার্টফোন এর অবস্থান অথবা লোকেশন যদি কোন অচেনা জায়গায় দেখায় তাহলে আপনি নিজের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সাহায্য নিন। এছাড়া ফাইন্ড মাই ফোন অপশন এর সাহায্যে আপনার স্মার্টফোনের IMEI নম্বরও চেক করতে পারবেন। এছাড়াও আপনি একটি ‘secure device’ অপশন পাবেন। এটি ক্লিক করলে আপনি আপনার মোবাইলটি লক করে গুগোল একাউন্ট সাইন আউট করার সময় পাবেন। এর ফলে আপনার গুগল অ্যাকাউন্টে থাকা সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে।

find my device

 

এছাড়াও আপনি একটি ‘Erase device’ অপশন পাবেন। আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে আপনার গুগোল একাউন্ট এর সমস্ত তথ্য ডিলিট অর্থাৎ মুছে যাবে। এই অপশনে ক্লিক করার পর আপনি আপনার কোনো তথ্য আর ফিরে পাবেন না। মোবাইলটি অফলাইন থাকলে তথ্য মোছার(delete) কাজ স্থগিত থাকবে। তবে মোবাইল পুনরায় অনলাইন হলে সমস্ত তথ্য মোছা শুরু হয়ে যাবে।

আসুন এবার জেনে নেওয়া যাক কীভাবে হারিয়ে যাওয়া i-phone খুঁজে পাবেন ?

চুরি হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া (Track Lost Mobile) i phone সনাক্তকরণের প্রক্রিয়াটি android সাথে অনেকটা মিল আছে। অ্যাপলের i phone ডিভাইস খুঁজে পাওয়ার প্রক্রিয়া টি আরও সহজ। এর জন্য i phone এ আগের থেকেই Find my অ্যাপ্লিকেশনটি ডাউনলোড থাকতে হবে। সেখানে Find My Network এবং Send Last Location এই সমস্ত অপশনগুলি on করে রাখতে হবে । হারিয়ে যাওয়া আইফোন খুঁজে বের করতে ব্যবহারকারীদের iCloud/find এ লগ ইন করে তারপর তাদের অ্যাপল account এ লগ ইন করতে হবে । ব্যবহারকারীরা একবার অ্যাপেলের Find My অপশনে লগ ইন করলে স্বয়ংক্রিয়ভাবে(automatically) i phone সনাক্ত করা শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই আইফোনের location map দেখা যাবে।

lost mobile

 

যদি ডিভাইস টি কোনও অজানা জায়গায় অবস্থিত থাকে , ব্যবহারকারী দের প্রশাসনের সাহায্য নিতে বলা হয়, যারা তাদের ডিভাইসের IMEI Code এর ক্রমিক নম্বরটি জানতে চাইতে পারেন । যদি একই apple id টিতে একাধিক device যুক্ত থাকে তবে ব্যবহারকারীরা মানচিত্রের শীর্ষে ” All Device ” অপশনে করতে পারেন। এবং তারপর Drop down menu থেকে হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া আইফোন খুঁজে নিতে পারেন।আপনার i phone এর যাবতীয় তথ্য তথা ব্যাটারির স্ট্যাটাস এছাড়াও নানা তথ্য স্ক্রিনের উপরে ডানদিকে দেখতে পাবেন । ব্যবহারকারীরা play sound অপশন ক্লিক করে একটি শব্দ বাজাতে পারবেন। এটি iPhone টি কে vibrate করতে শুরু করবে এবং হালকা হালকা করে শব্দ বাড়তে থাকবে।

 

এইভাবে উপরে উল্লেখিত প্রক্রিয়া গুলি সম্পন্ন করলে আপনি আপনার অ্যান্ড্রয়েড অথবা আইফোন ডিভাইসটি খুঁজে পেতে পারেন।

Share