Skip to content

হাতে সময় মাত্র 15 দিন, আধার কার্ডের সাথে এই কাজটি না করলে দিতে হবে জরিমানা

বর্তমান দিনে আধার (Aadhar) ও প্যান (Pan) দুটি অতি আবশ্যক নথির মধ্যে পড়ে। বিশেষ করে ব্যাংক সম্পর্কিত কাজ এই দুটি ডকুমেন্টস ছাড়া হয় না। সরকারের তরফ থেকে অনেকদিন থেকেই আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার কথা বলা হচ্ছে। লিংক যদি না করেন তাহলে আপনাকে দিতে হতে পারে বড় অঙ্কের জরিমানা। তাছাড়াও আপনার প্যান নাম্বার অবৈধ হয়ে যেতে পারে।

 

আধারের সাথে প্যান সংযুক্ত (link) করার শেষ তারিখ ছিল 2020 সালের 30 শে জুন পর্যন্ত।তবে এই সময়সীমা পরবর্তী ক্ষেত্রে বাড়িয়ে 2021 সালের 31 মার্চ পর্যন্ত করা হয়। অর্থাৎ আপনার হাতে মাত্র 11 থেকে 12 দিন পড়ে আছে। এই সময়সীমার মধ্যে আপনার আধার নাম্বারে যেতে প্যান নাম্বার লিংক করা অতি আবশ্যক।

এই সময়সীমার মধ্যে আপনি অতি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে আইকর বিভাগ এর তরফ থেকে 139AA ধারা প্রয়োগ করে প্যান কার্ড কে অবৈধ ঘোষণা করা হবে।

Aadhar Pan link

 

Aadhar and PAN

এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি এই সময়ের মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করবেন?

প্রক্রিয়াটি খুবই সহজ। শুধুমাত্র একটি SMS এর মাধ্যমেই আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন
বাড়িতে বসেই।

•SMS এর দ্বারা আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া।

প্রথমে আপনাকে SMS এ লিখতে হবে UIDPAN<space>12 digit aadhar no<space> 10 digit pan no. এই SMS টি লিখে 567678 অথবা 56161 নম্বরে SMS টি পাঠান।

Aadhar card

 

বিষয়টি আরো সহজ ভাবে বোঝার জন্য নিচে একটি উদাহরণ দেওয়া হল।

ধরে নেওয়া যাক আপনার আধার নম্বর 123412341234 এবং প্যান নম্বর DTGHA1234A তাহলে আপনাকে SMS এ লিখতে হবে UIDPAN 123412341234 DTGHA1234A।

উপরিউক্ত প্রক্রিয়াটি দ্বারা আধার প্যান কার্ড সংযুক্ত তখনই সম্পূর্ণ হবে যখন আপনার আধার কার্ড ও প্যান কার্ডে আপনার নাম ও জন্ম তারিখ একই থাকবে। যদি আধার কার্ড ও প্যান কার্ডে নাম ও জন্ম তারিখ ভিন্ন থাকে তাহলে উপরিউক্ত প্রক্রিয়া টি দ্বারা আধার কার্ড এর সাথে প্যান কার্ড লিঙ্ক করা যাবে না।

Share