Skip to content

কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে আপনার আধার কার্ড জানতে পারবেন এই সহজ পদ্ধতিতে

ভারতে আধার কার্ড (Aadhar card) একটি অতি আবশ্যক নথি হিসেবে পরিগণিত হয়েছে। তার সাথে সাথে নাগরিকত্ব প্রমাণ পত্র হিসেবে এর বিশেষ গুরুত্ব রয়েছে। বর্তমানে প্রায় সকল অফিসের কাজে আধার কার্ড বাধ্যতামূলক। ব্যাংক, পোস্ট অফিস, স্কুল-কলেজ, রেলস্টেশন প্রায় সকল ক্ষেত্রেই আধার কার্ড এখন প্রয়োজন।

বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড এর নম্বর দিয়ে থাকে। কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা আধার কার্ডের নম্বর দিয়েছি তা ভুলে যাই।

Aadhar card

 

আসুন খুব সহজেই আমরা গত ছয় মাসে কোন কোন ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করেছি সেই সম্পর্কিত তালিকা কিভাবে দেখব জেনে নেওয়া যাক।

আধার অর্থাৎ UADAI তার অফিসিয়াল টুইটার টুইট করে জানিয়েছে যে এখন থেকে গ্রাহকরা https://resident.uidai.gov.in/aadhaar-auth-history ওয়েবসাইটে লগইন করে গত ছয় মাসে যেসব ক্ষেত্রে আধার কার্ড (Aadhar card) ব্যবহার করেছেন সে সম্পর্কিত তথ্য চেক করতে পারবেন। গত ছয় মাসের 50 টি তথ্য হিস্ট্রি তে দেখা যাবে।

•আসুন সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পর্কে অবগত হয়ে নেওয়া যাক।

Step 1:- গুগল ক্রোম (Google chrome) এ https://resident.uidai.gov.in/aadhaar-auth-history লিংকটি ওপেন করুন।

আধার কার্ড

 

2 :- তারপর আধার নম্বর দিন।

3 :- তারপর security captcha code টি ইনপুট করুন।

4 :- এরপর Send OTP অপশন ক্লিক করুন।

5 :- তারপর আপনার আধার নাম্বার এর সাথে রেজিস্টার মোবাইল নাম্বারে OTP আসবে সেটি ইনপুট করুন।

Step 6 :- সবশেষে আধার তথ্যের হিস্ট্রি জানার জন্য Date ও Time ইনপুট করলেই , ওই সময়সীমা মধ্যে আপনার আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার হয়েছে সেই হিস্ট্রি সম্পূর্ণ পেয়ে যাবেন।

Aadhar card

Share