অবশেষে মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ অন্যান্য ছাত্র-ছাত্রীদের দীর্ঘ প্রতীক্ষিত স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ চালু হয়ে গেল। পশ্চিমবঙ্গের বহু ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের উপর নির্ভর করে তাদের উচ্চ শিক্ষা এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই বারে কিছুটা ব্যতিক্রম ঘটনা ঘটেছিল। অক্টোবর মাসে স্কলারশিপ শুরু হওয়ার কথা কিন্তু তা শুরু হল 16 নভেম্বর । যাইহোক দেরিতে হলেও স্কলার্শিপ চালু হলো এটাই স্বস্তির ব্যাপার। এই স্কলার্শিপ থেকে সর্বনিম্ন 1000 টাকা থেকে সর্বোচ্চ 5 হাজার টাকা প্রতি মাসে পাওয়া যায়।
স্বামী বিবেকানন্দ স্কলার্শিপ এ আবেদন করার জন্য কি কি করতে হবে তা দেখে নিন।
Step 1:- সর্বপ্রথম আপনাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিশিয়াল ওয়েবসাইট https://svmcm.wbhed.gov.in/ এ যেতে হবে।
Step 2:- তারপর আপনাকে এই স্কলারশিপের আবেদন করার জন্য ডান দিকে উপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।
Step 3:- রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর একদম নিচে একটি বক্সে টিক মার্ক করে ‘Proceed for registration’ অপশনে ক্লিক করুন।
Step 4:- তারপর আপনি এদের স্কলার্শিপ এ রিনুয়াল (renewal) করতে চান তাহলে নোটিফিকেশনের লিংকে ক্লিক করুন। আর যদি আপনি নতুনভাবে (fresh) আবেদন করতে চান তাহলে close অপশনে ক্লিক করুন।
Step 5:- তারপর নতুন একটি পেজ ওপেন হবে যেখানে কোর্স ভিত্তিক একাধিক অপশন রয়েছে। আপনি আপনার কোর্স অনুযায়ী অপশনে ক্লিক করুন।
Step 6:- তারপর একটি পেজ ওপেন হবে যেখানে
•Details of Last Eligible Qualifying Board/Council/University Examination for Scholarship ;
•Present Course of Study
•Basic Details
•Password
উপরে উল্লেখিত সকল তথ্য ঠিকঠাক ভাবে পূরণ করুন। একটি ভাল পাসওয়ার্ড নির্ধারণ করুন এই স্কলারশিপের আবেদন করার সময় কাজে লাগবে।
Step 7:- সব তথ্য দেওয়ার পর ডানদিকে নিচে register অপশনে ক্লিক করুন। রেজিস্টার করার পর দেখবেন আপনার মোবাইলে ইমেইল এ অ্যাপ্লিকেশন আইডি (application ID)ও পাসওয়ার্ড (password)দেওয়া হবে। ওই অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড ব্যবহার করে Applicant Login এ স্কলারশিপের জন্য আবেদন করুন।
এই স্কলারশিপে নতুন ভাবে আবেদন(fresh application) করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলি হল:-
- মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা তার সমমানের (উভয় দিক)
- গত বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয়/কলেজ পরীক্ষার মার্কশিট (উভয় পক্ষ)
- ভর্তির রশিদ
- পরিবারের আয়ের শংসাপত্র (কন্যাশ্রীর জন্য প্রযোজ্য নয়)
- আধার আইডি/ভোটার আইডি/রেশন কার্ড/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত শংসাপত্র হিসাবে আবাসিক শংসাপত্র
- ব্যাঙ্ক পাসবুকের স্ক্যান কপি (1ম পৃষ্ঠা, A/C নম্বর এবং IFSC সহ)
- আগের বছরের SVMCM-এর জন্য আবেদন না করার বিষয়ে নথি (অপশনটি তখনই উপস্থিত হবে যদি আবেদনকারী নিবন্ধনের সময় 2020 হিসাবে যোগ্যতা পরীক্ষার বছর নির্বাচন করেন)
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ renewal করার জন্য যা যা ডকুমেন্ট লাগবে:-
i. বর্তমান পাঠক্রমের শেষ পরীক্ষার মার্কশিটের কপি। (উভয় পক্ষ এবং সেমিস্টার পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে, উভয় সেমিস্টার মার্কশিট)।
ii. পরবর্তী উচ্চ শ্রেণীতে পদোন্নতির জন্য ভর্তির রশিদ।