Skip to content

৫ বছরের কম বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক করা হল বাল আধার কার্ড, আবেদন পদ্ধতি জানতে

  • by

বর্তমানে আধার কার্ড (Aadhaar) হলো গুরুত্বপূর্ণ একটি পরিচয় পত্র। এখন প্রায় সমস্ত অফিশিয়াল কাজে আধার থাকা বাধ্যতামূলক। 12 ডিজিট এর আধার নম্বর UIDAI এর দ্বারা জারি করা হয়। ব্যাংক একাউন্ট ওপেন, পাসপোর্ট তৈরি এছাড়াও বিভিন্ন সরকারি কাজে আধার অতি প্রয়োজনীয় একটি নথি।প্রাপ্তবয়স্ক অর্থাৎ বড়দের যেমন আধার জরুরী ঠিক সে রকম ভাবে ছোটদের ও বর্তমানে আধার থাকা বাধ্যতামূলক।

Unique identification authority of India (UIDAI) শিশুদের বাল আধার কার্ড (Baal Aadhaar Card) নামের একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্প অনুযায়ী সদ্যোজাত শিশু এখন আধার কার্ডের জন্য যোগ্য। এখন থেকে প্রাপ্ত বয়স্কদের মতো শিশুর ও আধার কার্ড তৈরি করা যাবে। এর জন্য নিকটবর্তী আধার কেন্দ্র এ গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম ফিলাপ করতে হবে। এক্ষেত্রে কোনো রকম বায়োমেট্রিক ডেটা নেওয়া হবে না। আধার কার্ড তৈরি হবে সম্পূর্ণ বিনামূল্যে। শিশুর বয়স যখন 15 বছর হবে তখন তাকে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস স্ক্যান করে রেজিস্টার করতে হবে।

আধার কার্ড

baal Aadhaar card

বর্তমানে করোনা পরিস্থিতিতে আপনি অনলাইনে কয়েকটি ধাপ অনুসরণ করে 5 বছরের কম শিশুর আধার কার্ড তৈরি করে নিতে পারবেন।

আসুন সমস্ত প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক।

steps

1 :- প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসইট https://UIDAI.gov.in/ এ যেতে হবে।

2 :- aadhar card registration লিংকে ক্লিক করতে হবে।

3 :- সন্তানের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে এনরলমেন্ট ফর্ম ফিলাপ করতে হবে।

4 :- সন্তানের সম্পূর্ণ ঠিকানা দিয়ে তথ্য পূরণ করতে হবে।

5 :- aadhar appointment ক্লিক করে রেজিস্ট্রেশন এর তারিখ নির্ধারণ করতে হবে।

বাল আধার কার্ড

আধার কার্ড

6 :- তারপর নিকটবর্তী আধার সেন্টার নির্বাচন করতে হবে।

7 :- অ্যাপোয়েন্টমেন্ট এর নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট আধার কেন্দ্র যেতে হবে।

8 :- আধার কেন্দ্রে যাওয়ার পর সেখানকার অফিসার সমস্ত তথ্য যাচাই করবে। শিশুর বয়স 5 বছর হলে বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে এবং যদি পাঁচ বছরের কম হয় তাহলে শুধুমাত্র ছবি নেওয়া হবে কোনরূপ বায়োমেট্রিক নেওয়া হবে না।

9 :- সম্পূর্ণ কনফার্মেশন ও ভেরিফিকেশনের জন্য আবেদনকারীকে একটি একনলেজমেন্ট নাম্বার দেওয়া হবে।

10 :- আবেদন করার 60 দিনের মধ্যে রেজিস্টার মোবাইল নাম্বারে একটি নোটিফিকেশন পাবেন।

সবশেষে এনরোলমেন্ট প্রসেস শেষ হলে 90 দিনের মধ্যে বাল আধার কার্ড পেয়ে যাবেন।

Share