Skip to content

মুকেশ আম্বানি ও নীতা আম্বানি কত টাকা হাত খরচ দিতেন সন্তানদের? অর্থের পরিমাণ শুনলে চমকে যাবেন

how much money did mukesh ambani and nita ambani spend on their children

আমাদের ভারতবর্ষে যে কোন ছেলে বা মেয়ে মাধ্যমিক পাস করলেই বাবা-মায়ের থেকে কিছু অর্থ পকেটমানি হিসেবে পায়। অটো বা বাস ভাড়া বাবদ অন্য যে কোনো খরচ চালানোর জন্য বাবা মা নিজেদের সন্তানদের সামান্য কিছু অর্থ পকেট মানি বাবদ দিয়ে থাকেন। আমাদের মত মধ্যবিত্ত পরিবারে একশো টাকা বা দুশো টাকা পকেট মানি হিসেবে দেওয়া হয়ে থাকে সন্তানদের। কিন্তু কথা যদি হয় ভারতের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির (Mukesh Ambani), তাহলে কি বলবেন?

mukesh ambani

রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) আর পাঁচটা বাবা মায়ের মত নিজের সন্তানদের পকেট মানি দিয়ে থাকেন যা খুব স্বাভাবিক। দুই পুত্র আকাশ এবং আম্বানি, এক কন্যা ইশাকে ঠিক কতখানি পকেট মানি দিয়ে থাকেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) সেটাই আজ জেনে নেব কারণ ওকে যে আমাদের পকেট মানি আমাদের পকেট মানির থেকে যে অনেকটাই বেশি হবে তা বলাই বাহুল্য।

সম্প্রতি ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে গিয়ে একটি সাক্ষাৎকারে নিতা আম্বানি (Nita Ambani) জানিয়েছেন, তিনি ইশা আকাশ এবং অনন্তকে পকেটমানি হিসেবে দিতেন মাত্র ৫ টাকা। অবিশ্বাস্য হলেও এ কথা সত্যি। নিতা আম্বানি এবং মুকেশ আম্বানি (Mukesh Ambani) চিরকাল চেয়েছিলেন তাদের সন্তানরা অর্থের অহংকারে নয় বরং একজন নম্র ভদ্র এবং প্রকৃত মানুষ হিসেবে বড় হোক। ছোটবেলা থেকেই যদি হাতের কাছে অর্থ পেয়ে যায় তাহলে কেউ অর্থের মূল্য বোঝে না, তাই ছোটবেলা থেকেই নিজেদের সন্তানদের আর পাঁচটা বাচ্চার মতই মানুষ করেছেন আম্বানি দম্পতি।

nita ambani

নিতা আম্বানি (Nita Ambani) আরো বলেন, একবার অনন্ত বাবা-মায়ের থেকে ১০ টাকা চেয়ে বসে, কারণ স্কুলে সবাই নাকি তাকে উত্যক্ত করছিল। এ কথা শোনার পর মুকেশ আম্বানি এবং নিতা আম্বানি নিজেদের সন্তানদের অর্থের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিয়েছিলেন। বোঝাই যাচ্ছে, একজন ধনী পরিবার হওয়ার সাথে সাথে আম্বানি পরিবার আমাদের সকলের কাছে একটি আদর্শ পরিবার হিসেবে প্রমাণিত হয়েছে বারবার।

Share