Skip to content

বিশ্বকাপ জয়ের পর সোশ্যাল মিডিয়ায় মেসি ঝড়, এক একটি পোস্টের থেকে কত টাকা আয় করলেন মেসি!

img 20230111 125712

আর্জেন্টিনার অন্যতম জনপ্রিয় ফুটবলার হলেন লিওনেল মেসি (Leonel Messi)।  গোটা বিশ্ব সরিয়ে রয়েছে তার অগন্তক ভক্তরা। বিশেষত ভারতের তার ভক্তের সংখ্যা বেশি। লিওনেল মেসি (Leonel Messi) সাধারণত খুব বেশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন না।

Messi

তবে ২০২২-এর ডিসেম্বরে আর্জেন্টিনা জয় লাভের পর থেকেই মেসিকে নিয়ে সবার মাতামাতি আরও তুঙ্গে সাথে মেসিকেও (Messi) সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ থাকতে দেখা যাচ্ছে। প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে তার জয়লাভের অনেক ছবি। আমার বেশ কিছু ছবি পোস্ট করা হচ্ছে বিজ্ঞাপনের প্রচারের জন্য।

Messi

বর্তমানে প্রযুক্তি অত্যন্ত উন্নত হওয়ার কারণে এখন আমরা সকলেই জানি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বড় বড় তারকারা এক একটি ছবি পোস্ট করে প্রচুর অর্থ উপার্জন করেন। সে ক্ষেত্রে মেসিও সোশ্যাল মিডিয়ায় নিজস্ব খেলার এক একটি ছবি পোস্ট করে কিংবা মুহূর্ত সকলের সাথে শেয়ার করে কোটি কোটি টাকা উপার্জন করছে। সম্প্রতি একটি প্রতিবেদনে তিনি সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা উপার্জন করছেন সে সম্বন্ধে প্রকাশিত হয়েছে। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Messi

বিশ্বকাপ জয়ের পর মেসি তার অ্যাকাউন্ট থেকে নিজস্ব হাতে ট্রফি (Trofee) ধরে ছবি আপলোড করেছেন। আর ছবিটি আপলোড করা মাত্রই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গেছে। মোট ৭ কোটি ৪০ লক্ষ মানুষ এই ছবিটির পছন্দ করেছেন। এছাড়াও জানিয়ে রাখি, বর্তমানে মেসি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স ৪১ কোটিরও বেশি। এই ফলোয়ার্স এবং লাইক কমেন্টস এর কারণে প্রতিমুহূর্তে কোটি কোটি টাকা রোজগার করেন এই জনপ্রিয় ফুটবলার।

জানা গেছে এক একটি পোষ্টের জন্য তিনি সোশ্যাল মিডিয়া থেকে ১৫ কোটি টাকা পান। সেই অনুযায়ী বিশ্বকাপের মোট সব পোস্ট মিলিয়ে তিনি ৮৮ কোটি টাকা রোজগার করেছেন। এছাড়াও প্যারিস সঁ জরমঁ থেকে বছরে মেসি ৩০৩ কোটি টাকা আয় করেন। অর্থ্যাৎ এক কথায় বলা যায়, মেসি এমন একজন দুর্দান্ত ফুটবলারের যাকে ভারতের সহ সকল দেশের ভক্তরাই খুব ভালোসেন।

Share