প্রায় প্রতিটি বাড়িতেই মাকড়সা উপদ্রব দেখা যায়। ঘরের আনাচে কানাচে মাকড়সার জাল ঝুলতে দেখা যায়। প্রতিদিন পরিষ্কার করেও রেহাই মেলে না এই মাকড়সার জাল থেকে। আজ আমরা আপনাদের এমন কয়েকটি সহজ ঘরোয়া পদ্ধতি জানাবো যেগুলি অবলম্বন করে খুব সহজেই মাকড়শা ও মাকড়সার জাল থেকে রেহাই পাবেন। আসুন পদ্ধতিগুলি জেনে নেওয়া যাক।
1. মাকড়সা তামাকের গন্ধ একদম সহ্য করতে পারে না। আপনার বাড়ির যেসব আনাচে-কানাচে বেশি মাকড়সার জাল বাঁধে সেই সব জায়গায় আপনি সিগারেট থেকে বের করা তামাক জলে ভিজিয়ে সেটিকে স্প্রে করুন। দেখবেন ওইসব জায়গায় আর মাকড়সা ঘেঁষবে না।
2. এক কাপ জলের সাথে এক কাপ সাদা ভিনিগার মিশিয়ে একটি তরল তৈরি করুন, এবং সেই তরল বাড়ির বিভিন্ন কোনায় স্প্রে করুন। ভিনিগার এর মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড যা মাকড়সা তাড়াতে যথেষ্ট উপকারী।
3. মাকড়শা তাড়াতে সাইট্রাস জাতীয় ফলের খোসা যেমন কমলালেবু পাতিলেবু এর খোসা যথেষ্ট কার্যকরী।ঘরের যে জায়গাতে মাকড়সা দেখা যায় সেখানে এসব ফলের খোসা ঘষে দিন।
4. মাকড়সার পায়ে টেস্ট বাড থাকে। পুদিনা এর সংস্পর্শে মাকড়সা পালায়। তাই আপনি পুদিনা পাতা ব্যবহার করতে পারেন।
5. পাতিলেবুর রস একটি বোতলে ভরে কিছুক্ষণ ভালো করে ঝাঁকিয়ে নিন। তারপর যেসব জায়গায় মাকড়সার উপদ্রব সবচেয়ে বেশি সেখানে স্প্রে করুন। দেখবেন খুব ভালো ফল পাবেন।
- ১.বাড়ি থেকে টিকটিকি দূর করার ৮ টি উপায়
- ২. বাড়ি থেকে আরশোলা দূর করার ৩ টি উপায়
- ৩. বাড়ি থেকে ইঁদুর দূর করার ৪ টি উপায়