2022 সালের 1 জানুয়ারি থেকে HDFC ব্যাংক গ্রাহকদের জন্য নতুন নিয়ম। HDFC ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে আগামী বছরের শুরুতেই সকল মার্চেন্ট সাইট/অ্যাপ থেকে HDFC ব্যাঙ্ক কার্ডের বিবরণ মুছে ফেলা হবে। কিন্তু ব্যাংকের তরফ থেকে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্তারিত জেনে নেওয়া যাক।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর তরফ থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। মূলত গ্রাহকদের কার্ডের তথ্য সুরক্ষিত রাখার জন্যই এই নতুন নিয়ম। নতুন নিয়ম অনুসারে গ্রাহকদের প্রতিবার পেমেন্ট করার সময় কার্ডের সম্পূর্ণ বিবরণ দিতে হবে। এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের টোকেনের বিকল্প বেছে নেওয়ার অপশনও দেওয়া হবে।
তখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে কি এই টোকেন সিস্টেম? বিষয়টি জেনে নেওয়া যাক।
টোকেনাইজেশন(tokenization) হল কার্ডের ডিটেলস প্রদানের একটি বিকল্প পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আসল কার্ডের বিবরণকে কোডিং এর মাধ্যমে দেখানো হয়। কিন্তু কার্ডের আসল দেখা যাবে না। এটিকে টোকেন বলা হয়। 2019 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টোকেন সিস্টেমের কথা বলেছিল। শুধুমাত্র দেশের মধ্যে কার লেনদেনের ক্ষেত্রে টোকেন সিস্টেম কার্যকর করা হবে। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয় ক্ষেত্রে টোকেন সিস্টেম কার্যকরী হবে।